সোমবার ● ৮ নভেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে অস্ত্রসহ র্যাবের হাতে আটক যুবক
রাউজানে অস্ত্রসহ র্যাবের হাতে আটক যুবক
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে অস্ত্র, রাইফেল কার্তুজ ও বুলেটসহ এক যুবকে আটক করেছে চট্টগ্রাম র্যাব-৭। গতকাল ৭ নভেম্বর রাত সাড়ে ১০টায় দিকে তাকে আটক করা হয়।
গতকাল রবিবার উপজেলার পৌরসভার ৯নং ওয়ার্ডের রাবার বাগান এলাকায় গিরিছায়া রেস্টুরেন্টের সামনে থেকে আটক হন ঐ যুবক। আটক আসামি রাঙ্গুনিয়ার ইসলামপুর ইউনিয়নের বটতলা এলাকার মো. বেলাল হোসেনের পুত্র মো. ছৈয়্যদ হোসেন প্রকাশ ফারুক (৩০)।
আটকের পর তার কাছ থেকে একটি দৈশীয় তৈরি এলজি, একটি রাইফেল, ৮পিস বুলেট ও ৪পিস তাজা কার্তুজ উদ্ধার করেন র্যাব।
র্যাবের দায়েরকৃত এহাজার থেকে জানা যায়, চট্টগ্রাম-রাঙামাটি সড়কে রাত্রিকালীন টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন একব্যক্তি বিক্রির উদ্দেশ্যে অস্ত্রসহ চট্টগ্রামে যাচ্ছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করতে র্যাব হাটহাজারী ক্যাম্পের ডিএডি আব্দুল মতিন সঙ্গীয় ফোর্সসহ রাবার বাগান গিরিছায়ার সামনে থেকে তাকে আটক করে।
রাউজান থানার ওসি আব্দুল্লাহ আল হারুন বলেন, র্যাব বাদি হয়ে আটক আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু শেষে কোর্টে প্রেরণ করা হয়েছে।