সোমবার ● ৮ নভেম্বর ২০২১
প্রথম পাতা » অপরাধ » এক হেলপারকে বলাৎকারের অভিযোগে ৩ জন গ্রেফতার
এক হেলপারকে বলাৎকারের অভিযোগে ৩ জন গ্রেফতার
স্টাফ রিপোর্টার :: সিলেটের বিশ্বনাথে ৩ যুবকের বিরুদ্ধে নামে এক লেগুনা গাড়ির হেলপারকে (১৯) বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে গত শনিবার (৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার লামাকাজী ইউনিয়নের শাহপুর গ্রামের সুরমা নদীর পাড় এলাকায়।
এ ঘটনায় রবিবার রাতে ওই ৩ জনের বিরুদ্ধে বিশ্বনাথ থানায় মামলা (নাম্বার ৭) দায়ের করেন হেলপারের পিতা।
অভিযুক্ত ৩ যুবক হলেন, সোনাপুর গ্রামের ছোফান মিয়ার ছেলে ছালেক মিয়া (২৪), শাহপুর গ্রামের রুপা মিয়ার ছেলে সুমন মিয়া (২৩) একই গ্রামের ফয়জুল হকের ছেলে সাইদুল হক (২২)।
মামলা দায়েরের পূর্বে লিখিত অভিযোগ পেয়ে রবিবার বিকেল ৪টার দিকে তাদেরকে আটক করে থানা পুলিশ।
পরে দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আজ সোমবার (৮ নভেম্বর) সকালে সিলেটের আদালতে তাদেরকে প্রেরণ করা হয়েছে।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্বনাথের লামাকাজী ইউনিয়নের শাহপুর গ্রামের সুরমা নদীর পাড় এলাকায় ওই গ্রামের মাসুক মিয়ার ছেলে জাহিদ মিয়ার সাথে বসে গল্প করছিলেন আমার ছেলে (১৯)।
এ সময় জাহিদকে ভয়ভীতি দেখিয়ে বখাটে ছালেক মিয়া ও সুমন মিয়া আমার ছেলেকে নদীপাড় এলাকার বুলু শাহ’র মাজারের পূর্বদিকের পাকা ব্লকের আড়ালে জোরপূর্বক বলাৎকার করে এবং অপর বখাটে সাইদুল হক বলাৎকারের চেষ্টা করে।
পরে, বলাৎকারের ঘটনায় মুখ খুললে আমার ছেলেকে খুন করার হুমকি দেয় তারা।
বলাৎকারের অভিযোগে ৩জনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন বিশ্বনাথ থানার ওসি গাজী আতাউর রহমান।
তিনি বলেন, আজ সকালে তাদেরকে সিলেটের আদালতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।