বুধবার ● ১৬ মার্চ ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কলেজ ছাত্র শাওনকে বিশেষ সম্মাননা
কলেজ ছাত্র শাওনকে বিশেষ সম্মাননা
চট্টগ্রাম প্রতিনিধি :: (১৬ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪০মিঃ) মাদক, ইভটিজিং, জঙ্গী সন্ত্রাস ও অপহরণের বিরুদ্ধে ফেব্রুয়ারি মাসব্যাপী বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ ও জাতীয় মানবাধিকার ইউনিটির কর্মসূচীতে প্রতিদিন অংশগ্রহণ ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় মেধাবী কলেজ ছাত্র মো: আমিনুল ইসলাম শাওন (১৬) কে সংগঠন গুলির পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয় ৷ গত ১৪ মার্চ চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে “মাদক-ইভটিজিং মুক্ত সমাজ ও জঙ্গী-সন্ত্রাস মুক্ত রাষ্ট্র চাই” শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের উদ্বোধক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো চট্টগ্রামের উপ পরিচালক মো. আলী আসলাম হোসেন এবং প্রধান অতিথি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিট চেয়ারম্যান, বিশিষ্ট চিকিত্সক নেতা ডা. শেখ শফিউল আজম তাকে সম্মাননা-২০১৬ প্রদান করেন ৷ সম্মাননা প্রদানকালে আরো উপস্থিত ছিলেন সভার প্রধান বক্তা বিশিষ্ট যুব রাজনীতিবিদ ফরিদ মাহমুদ, সাবেক অতিরিক্ত উপ পুলিশ কমিশনার কবি জাহাঙ্গীর আলম চৌধুরী, মানবাধিকার কমিশন বিশেষ প্রতিনিধি আমিনুল হক বাবু, বাংলাদেশ যুব কল্যাণ মানবাধিকার ফাউন্ডেশন সাধারণ সম্পাদক ডা. আর কে রুবেল, সার্জেন্ট কামরুল হাসান পিপিএম, জাতীয় মানবাধিকার ইউনিটি চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. জানে আলম শিপন, মহানগর সাধারণ সম্পাদক মো. ফোরকান ও সংগঠক দিদার আশরাফী প্রমুখ ৷
সম্মাননা প্রদানকালে প্রধান অতিথি বলেন, যুবকদের ভাল কাজের পুরষ্কারস্বরূপ এই সম্মাননা ৷ এ সম্মাননা যুবকদের ভালো কাজে উত্সাহ জোগাবে ৷ বিশেষ সম্মাননা প্রাপ্ত এবারের এইচ এস সি পরীক্ষার্থী মো. আমিনুল ইসলাম শাওন সমাজসেবক দৈনিক চট্টগ্রামের পাতা,সাপ্তাহিক আলোকিত চট্টগ্রাম প্রকাশক সম্পাদক এম জামাল উদ্দিনের পুত্র ৷ মো: আমিনুল ইসলাম শাওন কয়েকজন বন্ধুদের নিয়ে দীর্ঘ দিন সঙ্গীত ব্যান্ড জগতের সাথে জড়িদ রয়েছে এর পূর্বে সে চট্টগ্রামে জেডিসি ক্রিকেট খেলার সাথে জড়িত ছিলেন ৷
উল্লেখ্য আমিনুল ইসলাম শাওন ২০১২ সালে আগ্রাবাদ সরকারী কলোনী উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণীতে পড়াশুনা করা অবস্থায় বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রীর ঘোষনা নিজ অর্থায়নে পদ্মা সেতু নির্মান করা হবে সেই ঘোষণা শুনে নিজেই উত্সাহিত হয়ে প্রতিদিনের টিপিনের টাকা জমিয়ে পদ্মা সেতু নির্মান করতে জেলা প্রশাসক চট্টগ্রামের মাধ্যমে গত ১৬/৭/২০১২ সালে নগদ তিন হাজার টাকা সহযোগীতা করেছিলেন ৷