বুধবার ● ১৬ মার্চ ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহ সদর হাসপাতালে চরম ভোগান্তিতে রোগীরা
ঝিনাইদহ সদর হাসপাতালে চরম ভোগান্তিতে রোগীরা
ঝিনাইদহ প্রতিনিধি :: (১৬ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩০মিঃ) ঝিনাইদহ সদর হাসপাতালে চার মাস যাবত্ বন্ধ রয়েছে এক্সরে বিভাগের কার্যক্রম ৷ ফিল্ম না থাকায় এক্সরে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে ৷ ফলে প্রতিদিন শাতাধীক রোগী এক্সরে করাতে না পেরে দুর্ভোগের শিকার হচ্ছেন ৷ হাসপাতালে এক্সরে ফ্লিম না থাকায় আশপাশের ক্লিনিকগুলোর সুযোগ নিচ্ছে ৷ হাসপাতাল থেকে নাম ধরে সেই সব ক্লিনিকে যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে ৷ ঝিনাইদহ সদর হাসপাতালের মেডিকেল কেটনোলজিস্ট (রেডিওগ্রাফি) শফিকুল ইসলাম জানান, চিকিত্সকদের পরামর্শে ঝিনাইদহ সদর হাসপাতালের বিভিন্ন বিভাগ থেকে প্রতিদিন ৫০ থেকে ৬০ জন রোগীকে বিভিন্ন ধরনের এক্সরে করানো হয় ৷ কিন্তু গত ১ ডিসেম্বর থেকে এক্সরে ফিল্ম না থাকায় রোগীদের এক্সরে করা সম্ভব হচ্ছে না৷ এ বিভাগ থেকে প্রতিটি এক্সরে করানোর জন্য সরকারীভাবে ৫৫ থেকে ৭০ টাকা করে নেওয়া হতো ৷ তিনি আরো জানান, হাসপাতালে এক্সরে ফিল্ম সরবরাহের ব্যাপারে বেশ কয়েকদিন আগে টেন্ডার হয়েছে ৷ ঠিকাদাররা ফিল্ম সরবরাহ করলেই এ সংকট কেটে যাবে ৷ এদিকে ভুক্তভোগি গোবিন্দপুরের আব্দুস সালাম নামে এক রোগীরা জানান, আমরা গরীব মানুষ, কম খরচে সদর হাসপাতালে এক্সরে করাতে আসি ৷ কিন্তু এক্সরে করাতে আসলে এখান থেকে বলা হচ্ছে ফ্লিম নাই ৷ বাইরের কোন প্রাইভেট হাসপাতাল বা ক্লিনিক থেকে এক্সরে করাতে পরামর্শ দেওয়া হচ্ছে ৷ ফলে বাইরে থেকে আমাদেরকে কয়েকগুন বেশী মুল্যে এক্সরে করাতে হচ্ছে ৷ এতে করে আমরা চরম ভোগান্তির স্বীকার হচ্ছি ৷ ঝিনাইদহ সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোজাম্মেল হক জানান, ঠিকাদররা ফ্লিম সরবরাহ করলেই আবার এক্সরে করানো হবে ৷ এ জন্য হয়তো আর বেশি দিন রোগীদের কষ্ট করতে হবে না ৷