বৃহস্পতিবার ● ১১ নভেম্বর ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » ইউপি নির্বাচনে গাইবান্ধা সদর উপজেলায় ভোটগ্রহণ শেষে চলছে গণনা
ইউপি নির্বাচনে গাইবান্ধা সদর উপজেলায় ভোটগ্রহণ শেষে চলছে গণনা
সাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: দ্বিতীয় দফায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গাইবান্ধা সদর উপজেলায় ভোটগ্রহণ শেষে চলছে গণনা। এই উপজেলায় ১৩ ইউনিয়নের মধ্যে ১২ ইউনিয়নে ব্যালট পেপার এবং একটিতে ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ সকাল ৮টা থেকে শুরু হয় যা বিরতিহীন ভাবে চলে বিকাল ৪টা পর্যন্ত।
বৃহস্পতিবার ভোটগ্রহণের শুরু থেকে বিকেল পর্যন্ত কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিলো দীর্ঘ লাইন। দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত কোনও কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ইউপি নির্বাচনে সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৭৬ জন প্রার্থী, সাধারন সদস্য পদে ৫৮৩ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ২৪৯ জন প্রার্থী ভোট যুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। এ উপজেলায় মোট ভোটার ২লাখ ৮৫হাজার ৩৩২ জন। এর মধ্যে পুরুষ ১লাখ ৩৯হাজার ১০৪জন ও নারী ১লাখ ৪৬হাজার ২২৮জন ভোটার ১২৯টি কেন্দ্রে তাদের ভোটাধীকার প্রয়োগ করে।
ইউপি নির্বাচনে ৫জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৫জন জুটিসিয়াল ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এছাড়া তিন প্লাটুন বিজিবি, ৭২২ জন পুলিশ সদস্য ও ২১৯৩ জন আনসার সদস্য আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে।
গাইবান্ধা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলাবাহিনীর কঠোর নিরাপত্তার কারণে কোথাও কোনও অনিয়ম ও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ১৩২টি ভোট কেন্দ্রেই ভোট গ্রহণ শেষে চলছে গণনার কাজ। স্ব-স্ব কেন্দ্রেই ফলাফল ঘোষণা করা হবে। এরপর রিটানিং কর্মকর্তার কন্ট্রোল রুম থেকে প্রার্থীদের প্রাপ্ত ভোটের ফলাফল প্রকাশ করা হবে।