শনিবার ● ৩ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » চট্টগ্রাম » মোস্তাফা জব্বারকে না দেখে বুঝলাম প্রচারণা ছিল শুধুই প্রতারণা
মোস্তাফা জব্বারকে না দেখে বুঝলাম প্রচারণা ছিল শুধুই প্রতারণা
চট্টগ্রাম প্রতিনিধি :: চট্টগ্রামে অনলাইন প্রেসক্লাবের নামে প্রতারণার জট খুলতে শুরু করেছে। বেশ কিছুদিন ধরে চট্টগ্রাম অনলাইন প্রেসক্লাবের নামে একটি চক্র আহব্বায়ক কমিটি ও ফরম বিক্রয়সহ বিভিন্ন ধরনের মিথ্যা প্রচার-প্রচারণা চালিয়ে আসছিল। এ কাজে তারা বরাবরই প্রখ্যাত প্রযুক্তিবিদ ও বিজয় কি-বোর্ডের জনক ও সফল ব্যবসায়ী মোস্তাফা জব্বারের নাম ব্যবহার করেছে ।
বিষয়টি জাতীয় অনলাইন প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটি’র দৃষ্টিগোচর হলে গত ১৫ সেপ্টেম্বর কেন্দ্রীয় কমিটির এক জরুরি সভা আহবান করে চট্টগ্রামের তথাকথিত কমিটিকে (পকটে কমিটি) আখ্যা দিয়ে অবৈধ ঘোষনা করা হয়। এ খবর ঢাকা-চট্টগ্রাম সহ দেশের প্রায় সবকটি অনলাইন নিউজ পোর্টাল সমূহে ফলাও করে প্রকাশিতও হয়। কিন্তু এরপরও চক্রটি অবৈধ ফায়দা হাসিলের উদ্দেশ্যে আজ ৩ অক্টোবর (শনিবার) মোস্তাফা জব্বারকে প্রধান অতিথি দেখিয়ে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজনের প্রচারণা চালায়।
খবরটি পুণরায় কেন্দ্রীয় কমিটি জানতে পারলে তাৎক্ষনিক জাতীয় অনলাইন প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটি’র আহব্বায়ক প্রযুক্তবিদি ড. জানে আলম রাবিদ ও সদস্য সচিব শামসুল আলম স্বপন সাক্ষরিত এক যৌথ বিবৃতি প্রদান করেন।
বিবৃতিতে জানান, চট্টগ্রামে অনলাইন প্রেস ক্লাবের নামে ফরম বিক্রয়, বক্তব্য, বিবৃতি, উদ্বোধন, সম্বর্ধনাসহ যে কোন ধরনের অনুষ্ঠান ও কর্মকান্ডকে অবৈধ ঘোষনা করেছেন জাতীয় অনলাইন প্রেস ক্লাব। চট্টগ্রামে একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য প্রেস ক্লাব কমিটি গঠনের লক্ষ্যে সিটিজি টাইমস২৪ ডটকম’র প্রধান সম্পাদক সুলাইমান মেহেদী হাসানকে সমন্বয়কের দায়িত্ব দেয়া হয়েছে। শীঘ্রই কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে চট্টগ্রামের সকল অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকদের সমন্বয়ে চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের কমিটি গঠন করা হবে। সুন্দর ও সুশৃঙ্খল এ কমিটি গঠনকল্পে সকল অনলাইন সাংবাদিকদেরকে সহযোগীতা করার আহবান জানানো হয়েছে।
জাতীয় অনলাইন প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটির এই আহব্বানে সাড়া দিয়ে চট্টগ্রামের সকল পেশাদার অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকরা চট্টগ্রামের অবৈধ কমিটির ডাকা ঈদ পূর্ণমিলনি অনুষ্ঠান প্রত্যাখ্যান করেন। এরপরেও কতিপয় নিউজ পোর্টালের সাংবাদিক মোস্তাফা জব্বারকে এক নজর দেখার জন্য গিয়ে হতাশ হয়ে ফিরে এসেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি নিউজ র্পোটালের সাংবাদিক জানান, বেশ কিছুদিন যাবৎ ফেসবুকে মোস্তাফা জব্বার ও চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের প্রচারণা দেখে অতিষ্ঠ। তারপরও ভেবেছিলাম তিনি বোধহয় আসবেন। কিন্তু এসে মোস্তাফা জব্বার স্যারকে না দেখে বুঝলাম এতদিনের প্রচারণা ছিল শুধুই প্রতারণা। আপলোড : ৩ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১১.১৫ মিঃ