শুক্রবার ● ১২ নভেম্বর ২০২১
প্রথম পাতা » করোনা আপডেট » ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে করোনা ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে করোনা ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু
ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ১ জন ও করোনা উপসর্গ নিয়ে ২ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় মমেক হাসপাতালে পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৭২ নমুনা পরীক্ষা করে কেউ করোনা শনাক্ত হয়নি।
শুক্রবার ১২ নভেম্বর দুপুরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের (ফোকাল পার্সন) আবাসিক কর্মকর্তা ডা. মোহাম্মদ মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করছেন।
তিনি জানান, করোনা ও উপসর্গে মৃতরা হলেন-ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নুরুন্নাহার (৪০),জামালপুর জেলার মাদারগঞ্জ উপজলোর মোমেনা বেগম (৫৫) ও গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার আব্দুল মালেক (৬০)।
জেলাওয়ারী মৃতদের মধ্যে ১ জন ময়মনসিংহ জেলার, ১ জন জামালপুর জেলার ও ১জন গাজীপুর জেলার বাসিন্দা।
ডা. মোহাম্মদ মহিউদ্দিন খান মুন আরও জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৪০২ আসনের ডেডিকেটেড করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ৩৮ জন। ওই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ২ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ জন।
এদিকে ময়মনসিংহ জেলা সিভিল ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৭২ নমুনা পরীক্ষা করে কেউ করোনা শনাক্ত হয়নি।