বুধবার ● ১৬ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » কাশিমপুর কারাগারে নিজামীর সঙ্গে ছেলের সাক্ষাত: রায়ের বিরুদ্ধে রিভিউ করবেন নিজামী
কাশিমপুর কারাগারে নিজামীর সঙ্গে ছেলের সাক্ষাত: রায়ের বিরুদ্ধে রিভিউ করবেন নিজামী
গাজিপুর প্রতিনিধি :: (১৬ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় রাত ৮.৩৩মিঃ) একাত্তরে বুদ্ধিজীবী হত্যা মামলায় মৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামী রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করবেন বলে জানিয়েছেন ৷
১৬ মার্চ বুধবার দুপুরে গাজীপুরের কাশিমপুর কারাগারে মতিউর রহমান নিজামীর সঙ্গে সাক্ষাত শেষে তার ছেলে ও আইনজীবীরা সাংবাদিকদের এ কথা জানান ৷
গত ৬ জানুয়ারি বুধবার একাত্তরে বুদ্ধিজীবী হত্যার দায়ে মতিউর রহমান নিজামীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ৷ ১৫ মার্চ মঙ্গলবার সেই রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ হয় ৷ ১৬ মার্চ বুধবার নিজামীকে রায় পড়েও শোনানো হয় ৷ এরপরই পরিবারের লোকজন কারাগারে দেখা করে এসে এ কথা জানালেন ৷
২০১০ সালের ২৯ জুন ধর্মীয় অনুভূতিতে আঘাতের একটি মামলায় মতিউর রহমান নিজামীকে গ্রেফতার করা হয়৷ ওই বছরের ২ অগাস্ট তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানো হয় ৷
এরপর ২০১২ সালের ২৮ মে অভিযোগ গঠনের মধ্য দিয়ে জামায়াত আমিরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচার শুরু হয় ৷ প্রসিকিউশনের পক্ষে মোট ২৬ জন এ মামলায় সাক্ষ্য দেন ৷ নিজামীর পক্ষে সাফাই সাক্ষ্য দেন তার ছেলে নাজিবুর রহমানসহ মোট চারজন ৷
বিচার শেষে ২০১৪ সালের ২৯ অক্টোবর ট্রাইব্যুনাল যে রায় দেয় তাতে প্রসিকিউশনের আনা ১৬ অভিযোগের মধ্যে আটটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় ৷ এই আট অভিযোগের মধ্যে ২, ৪, ৬ ও ১৬ নম্বর ঘটনায় নিজামীর মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত ৷
ওই রায়ের বিরুদ্ধে ২০১৪ সালের ২৩ নভেম্বর সর্বোচ্চ আদালতে আপিল করেন নিজামী ৷ নিজামীর করা আপিলে ১৬৮টি যুক্তি তুলে ধরে সাজার আদেশ বাতিল করে খালাস চাওয়া হয় ৷ সর্বোচ্চ শাস্তি হওয়ায় রায়ের বিরুদ্ধে আপিল করেনি রাষ্ট্রপক্ষ ৷
এই আপিলের ওপর গত বছরের ৯ সেপ্টেম্বর শুনানি শুরু হয় চলে ৮ ডিসেম্বর পর্যন্ত ৷ ওইদিনই আদালত রায়ের জন্য ৬ জানুয়ারি দিন ঠিক করে দেন ৷