শনিবার ● ১৩ নভেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে দুই বসতঘরে দুর্ধর্ষ চুরি
মিরসরাইয়ে দুই বসতঘরে দুর্ধর্ষ চুরি
আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে একই সময়ে দুই বসতঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (১২নভেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে আটটার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কাটাগাং এলাকায় ছাত্রনেতা আলাউদ্দিন আলোর বাড়ি প্রকাশ ইঞ্জিনিয়ার মাঈন উদ্দিনের বাড়িতে এই ঘটনা ঘটেছে। এতে স্বর্ণালংকার, নগদ টাকা ও ইউএস ডলার সহ প্রায় বত্রিশ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। একই সময়ে পার্শ্ববর্তী রবিউল হোসেন মাস্টার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ওখান থেকে স্বর্ণালংকার, নগদ টাকা ও একটি কম্বল নিয়ে যায়। এতে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ভুক্তভোগী সাবেক ছাত্রনেতা আলাউদ্দিন আলো বলেন, শুক্রবার বিকালে আমার নানার বাড়িতে অনুষ্ঠান থাকায় আমরা সবাই সেখানে অবস্থান করায় বাড়িতে কেউ না থাকায় এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সন্ধা সাড়ে ছয়টার দিকে আমরা সবাই সেখানে চলে যাই, রাত সাড়ে দশটার দিকে ঘরে ফিরে দেখি সবকিছু বন্ধ কিন্তু ঘরের পাশে কাঁঠাল গাছ বেয়ে উঠে ছাদের উপরে টিন কেটে ঘরে প্রবেশ করে আমার বড় ভাই মাঈন উদ্দিন, ছোট ভাই নাসির উদ্দীন, আমার আম্মা ও আমার এই চারটি রুমের তালা ভেঙে প্রবেশ করে আলমারির লক ভেঙে ৩০ভরি স্বর্ণালংকার, নগদ ৭০ হাজার টাকা, ১০ লক্ষ টাকার ইউএস ডলার, পাসপোর্ট ও গুরুত্বপূর্ণ কাগজপত্র সহ প্রায় ৩২ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। অপরদিকে রবিউল হোসেন মাস্টার এর পুত্র সাব্বির হোসেন বলেন, শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে সবকিছু বন্ধ করে বারইয়াহাট ডাক্তার দেখাতে যাই, তবে ডাক্তার না আসায় আমরা খালার বাড়িতে অবস্থান করি। এমতাবস্থায় পার্শ্ববর্তী বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা শুনে এবং এলাকার লোকজনের কল পেয়ে বাড়িতে ছুটে এসে দেখি সবকিছু খোলা এবং আলমারির তালা ভেঙে নগদ ২৬ হাজার টাকা, সাড়ে তিন ভরি স্বর্ণালংকার ও একটা কম্বল নিয়ে গেছে। এতে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, বিষয়টি খুবই দুঃখ জনক। রাতেই এই ঘটনা শুনে জোরারগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হয়েছে এবং বিভিন্ন আঙ্গিকে উক্ত ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করার চেষ্টা চলছে। এসময় ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য পেয়ার আহম্মদ মিন্টু ও নবনির্বাচিত ইউপি সদস্য জামাল উদ্দিন উপস্থিত ছিলেন। জোরারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জয়দূত চাকমা বলেন, দুর্ধর্ষ চুরির খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পরিদর্শন করে বিভিন্ন তথ্য ও আলামত সংগ্রহ করা হয়েছে এবং ভুক্তভোগীদের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।