রবিবার ● ১৪ নভেম্বর ২০২১
প্রথম পাতা » খেলা » শহীদ শেখ রাসেল অনুর্ধ-১৫ ফুটবল টুর্ণামেন্টের সমাপনি
শহীদ শেখ রাসেল অনুর্ধ-১৫ ফুটবল টুর্ণামেন্টের সমাপনি
ক্রীড়া প্রতিবেদক :: জাতীয় ক্রীড়া পরিষদ ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় শহীদ শেখ রাসেল অনুর্ধ-১৫ ফুটবল টুর্ণামেন্ট -২০২১ গত ০৯-১৩ নভেম্বর-২০২১ তারিখে অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার ফাইনাল খেলা আজ ১৩ নভেম্বর শনিবার বিকাল ৩ টায় ঐতিহাসিক পল্টন মাঠে অনুষ্ঠিত হয়।
সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন মজিবুর রহমান চৌধুরী নিক্সন, সংসদ সদস্য, ফরিদপুর-৪।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও জাতীয় পুরষ্কার প্রাপ্ত ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ, যুব ও ক্রীড়া সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, আশিকুর রহমান মিকু, উপ-মহাসচিব, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন, দেওয়ান শফিউল আরেফিন টুটুল, জাতীয় পুরষ্কারপ্রাপ্ত ক্রীড়াবৃদ ও জাতীয় ফুটবলার ও ইমতিয়াজ খান বাবুল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক (সাবেক), বাংলাদেশ আওয়ামী লীগ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহমেদ আসিফুল হাসান সভাপতি, শেখ রাসেল স্পোর্টস একাডেমী। এসময় উপস্থিত ছিলেন শেখ রাসেল স্পোর্টস একাডেমীর সাধারণ সম্পাদক মো. শামীম কবির প্রমূখ।
শহীদ শেখ রাসেল অনুর্ধ-১৫ ফুটবল টুর্ণামেন্ট ২০২১ তৃতীয় স্থান নির্ধারণ ম্যাচে গোপালগঞ্জ ফুটবল ক্লাব এন্ড একাডেমী ০১-০০ গোলে শেখ মনি ক্রীড়া চক্রকে পরাজিত করে ২য় রানার আপ হয়েছে। অপরদিকে ফাইনাল খেলায় শেখ রাসেল স্পোটর্স একাডেমী ০৩-০০ ফেনী স্পোটর্স একাডেমীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। চ্যাম্পিয়ন দলের পক্ষে প্রথম গোল করেন মো. ওমর, দ্বিতীয় গোল করেন মো. হামিদুর রহমান এবং তৃতীয় গোল করেন মো. জিদান।