বুধবার ● ১৬ মার্চ ২০১৬
প্রথম পাতা » করোনা আপডেট » রাউজানে প্রবীণদের স্বাস্থ্যকর জীবন যাপন শীর্ষক সচেতনতা মূলক প্রচারণা
রাউজানে প্রবীণদের স্বাস্থ্যকর জীবন যাপন শীর্ষক সচেতনতা মূলক প্রচারণা
রাউজান প্রতিনিধি :: (১৬ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় রাত ৯.০০মিঃ) স্বাস্থ্য অধিদপ্তরাধীন স্বাস্থ্যশিক্ষা ব্যুার আওতাধীন এবং ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের সহযোগিতায় ‘প্রবীণদের স্বাস্থ্যকর জীবনযাপন শীর্ষক সচেতনতা মূলক প্রচারণা ও কর্মশালা ১৬ মার্চ বুধবার রাউজান উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে সেমিনার হলে অনুষ্টিত হয় ৷ রাউজান উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক,আমাদের অর্থনীতির চট্টগ্রাম রাউজান প্রতিনিধি ও পরিপ্রেক্ষিতের সমন্বয়ক কামরুল ইসলাম বাবুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাফ্ফর উদ্দীন আহমেদ৷ কর্মশালয় আরও উপস্থিত ছিলেন, উপজেলা মেডিকেল অফিসার ডা. মোস্তফা নুর মোরশেদ, ডা. শ্রাবণী চক্রবর্তী, ডা. রাজিব ভৌমিক, ডা. মোঃ আরেফিন আজিম, পরিপ্রেক্ষিতের সমন্বয়ক ও সাংবাদিক মোঃ শহিদুল ইসলাম, রাউজানের সাংবাদিক এস.এম. মুজিব ও আমীর হামজা প্রমুখ ৷
কর্মশালায় ডা. মোজাফ্ফর উদ্দীন আহমেদ বলেন, প্রবীণদের সুস্বাস্থ্য নিশ্চিতকরণ ,স্বাস্থ্যকর জীবন যাপন এবং সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই রকম প্রচারণার আয়োজন একটি ভালো দিক ৷ একজন প্রবীণ লোকের স্বাস্থ্য সুরক্ষা পাশাপাশি তার পরিচর্যা, সেবা নিশ্চিতকরণের জন্য হাসপাতাল, স্বাস্থ্য কেন্দ্র ছাড়াও বাসা, বাড়িতে আমাদের মনোযোগী হতে হবে ৷ প্রবীণদের স্বাস্থ্যসেবা শুধু মাত্র চিকিত্সক অথবা স্বাস্থ্য কেন্দ্রের উপর ছেড়ে দিলে চলবে না ৷ তাদের স্বাস্থ্যকর জীবন যাপনের জন্য চিকিত্সকের পাশাপাশি পরিবার ও সমাজের সকল স্তরের লোকদের এক সঙ্গে কাজ করতে হবে ৷ তাহলে আমাদের দেশে প্রবীণরা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হবে না ৷