রবিবার ● ১৪ নভেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » গোধারপাড় আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ত্রাণ বিতরন
গোধারপাড় আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ত্রাণ বিতরন
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: কাউখালী উপজেলার বেতবুনিয়া গোধার পাড় আল মানাহিল ওয়েলফেয়ার ফাউুন্ডেশন বাংলাদেশ কর্তৃক গরীব অসহায় ৬শত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী গতকাল শনিবার সকাল ১১টায় জামিয়াতুশ শেখ জমির উদ্দিন আল ইসলামিয়া মাদ্রাসা মাঠে বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রী বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান হেলাল বিন জমির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান পৌর সভার মেয়র জমির উদ্দিন পারভেজ। এ সময় অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের সেক্রেটারী মাওলানা মো. ফরিদ উদ্দিন, সদস্য মাওলানা মো. শিহাব উদ্দিন,সদস্য মাওলানা মো. শফিকুল ইসলাম, মাওলানা মো. আবু হানিফ,মাওলানা মো. ফোরকান, কাউখালী প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. ওমর ফারুক, সাংবাদিক মো.শফিউল আলম, সাংবাদিক মো. মীর আসলাম, কাউখালী উপজেলা আওয়ামীলীগের সাংঘঠনিক সম্পাদক ক্যাসিংমং মারমা সহ স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ ও ত্রাণ সামগ্রী গ্রহনকারী পরিবারের সদস্য সদস্যারা সহ মাদ্রাসার শিক্ষক এবং ছাত্ররা। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন গোধারপাড় জামিয়াতুশ শেখ জমির উদ্দিন আল ইসলামিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা মুফতি মো.মুফিজুর রহমান।
পরে আলোচনা সভা শেষে প্রধান অতিথি কাউখালী উপজেলার ১নং বেতবুনিয়া মডেল ইউনিয়নের গোধারপাড় পাশর্^বর্তী এলাকার এবং পাশর্^বর্তী রাউজান উপজেলার প্রত্যন্তএলাকার গরীব অসহায় মোট ৬শত উপজাতীয় অ-উপজাতীয় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রীর বাক্স তুলে দেন।বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল ১০ কেজি, সয়াবিন তেল ২লিটার, চিনি ৫ কেজি,মশারী ডাল ২ কেজি, শষ ১টি, মরিচ গুড়া ২শত ৫০গ্রাম, নুডলস ৬ পেকেট,সাবান ৩টি,খেজুর ১পেকেট সহ অন্যান্য উপকরনাদি বলে সংশ্লিষ্ট সুত্র জানান।