বুধবার ● ১৭ নভেম্বর ২০২১
প্রথম পাতা » রাজনীতি » বিশ্বনাথে যুবলীগের কমিটি সম্মেলন হয়নি ২১ বছরেও
বিশ্বনাথে যুবলীগের কমিটি সম্মেলন হয়নি ২১ বছরেও
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে দীর্ঘ ২১ বছর ধরে সম্মেলন না হওয়ায় বোতলবন্দি রয়েছে উপজেলা যুবলীগের কমিটি।
২১ বছর আগের এই মূল কমিটি ভাঙার পর দায়িত্বপ্রাপ্ত ৩ নেতা কাটিয়েছেন ৩ বছর।
আর বর্তমানে তিন মাসের আহ্বায়ক কমিটিতে কাটছে ৮ বছর।
তাও এই আহ্বায়ক কমিটির প্রধান আহ্বায়ক দীর্ঘ কয়েক বছর ধরে বর্তমান উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে চলে গেছেন।
আর যুগ্ম আহ্বায়ক আছেন আওয়ামী লীগের সদস্য পদে। এখন এই কমিটি চালাচ্ছেন তৃতীয় যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন। দীর্ঘদিন ধরে পূর্ণাঙ্গ কমিটির জন্য সম্মেলন না হওয়ায় যুবলীগের অনেক ত্যাগী নেতাকর্মীরা নিষ্ক্রিয় হয়ে রয়েছেন।
জানা যায়, ১৯৯৭ সালে তিন বছর মেয়াদি একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটির সভাপতি ছিলেন বর্তমান যুক্তরাজ্য আ.লীগ নেতা মঈনুল ইসলাম আঙ্গুর ও সাধারণ সম্পাদক পদে ছিলেন বর্তমান উপজেলা আ.লীগের দায়িত্বপ্রাপ্ত নেতা মাহবুবুর রহমান লিলু।
সাংগঠনিকভাবে ওই কমিটির মেয়াদ শেষ হয়েছে ২০০০ সালে। এরপর ২০১০ সাল পর্যন্ত প্রায় ১০টি বছর হ য ব র ল অবস্থায় চলে আসছিল উপজেলা যুবলীগ। অবশেষে ২০১০ সালে এই উপজেলা যুবলীগের দায়িত্ব তুলে দেওয়া হয় তিন নেতার হাতে।
তারা হলেন, শেখ মোহাম্মদ আজাদ, রুনু কান্ত দে ও মাসুদ আহমদ। তারা তৎকালীন কয়েকটি ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন করে অনেকটা ঝিমিয়ে পড়েন। তাদের অধীনেও সম্মেল দেওয়া সম্ভব হয়নি।
অবশেষে ২০১২ সালে মকদ্দুছ আলীকে আহ্বায়ক করে একটি আহ্বায়ক কমিটি দ্বার করিয়ে দেয় জেলা যুবলীগ। কিন্তু ৯ বছরেও ওই আহ্বায়ক কমিটিও সম্মেলন করতে পারেনি। ফলে যুবলীগের অনেক নেতাকর্মীর মধ্যে চরম ক্ষোভ আর অসন্তোষ বিরাজ করছে।
তাদের মতে, সম্মেলনের প্রস্তুতি নিলে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে অনেকটা আগ্রহ চলে আসবে। তাই দ্রুত সম্মেলন হলে সংগঠনের জন্য ততটাই মঙ্গল হবে বলে তারা জানান।
এ বিষয়ে জানতে চাইলে বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক (দায়িত্বপ্রাপ্ত) আলতাব হোসেন বলেন, সিলেট জেলা যুবলীগের নেতারা চাইলে তিনি যে কোনো সময় সম্মেলন দিতে রাজি আছেন বলে তিনি জানান।