বুধবার ● ১৬ মার্চ ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » এদেশে গৃহহীন ও ভূমিহীন মানুষ থাকবে না: নোয়াখালীতে ভূমি মন্ত্রী
এদেশে গৃহহীন ও ভূমিহীন মানুষ থাকবে না: নোয়াখালীতে ভূমি মন্ত্রী
হাতিয়া, নোয়াখালী প্রতিনিধি :: (১৬ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় রাত ১০.২০মিঃ) ভাষাসৈনিক, মুক্তিযোদ্ধা, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. বলেছেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এদেশে কোন গৃহহীন ও ভূমিহীন মানুষ থাকবে না ৷ তিনি বলেন, গৃহহীন ও ভূমিহীনদের বাস ও চাষযোগ্য জমি দান করে তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ৷ মন্ত্রী সংশ্লিষ্টদের দ্রুত প্রকল্প মেয়াদের মধ্যেই কাজ সম্পন্ন করার নির্দেশ দেন ৷
১৬ মার্চ বুধবার নোয়াখালীর হাতিয়া উপজেলার চর নাঙ্গুলিয়া ভূমিহীন বাজার সংলগ্ন মাঠে ভূমিমন্ত্রণালয়াধীন চর উন্নয়ন বসতি স্থাপন প্রকল্প-৪ এর মাধ্যমে হাতিয়া ও সুবর্ণচর উপজেলার ভূমিহীনদের মাঝে ভূমির খতিয়ান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এ কথা বলেন ৷
ভূমিমন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে নোয়াখালীতে ভূমিহীন কৃষকদের জমি দিয়ে গিয়েছিলেন ৷ তিনি বলেন, জাতির পিতা এদেশের মানুষের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিত্সা নিশ্চিত করে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন ৷ প্রধানমন্ত্রী রাষ্ট্রীয়ভাবে সকলের জন্য এ পাঁচটি মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষে কাজ করে যাচ্ছেন ৷
ভূমিমন্ত্রী শরীফ বলেন, এদেশের মানুষ বিনা পয়সায় জমি পাবে, বাসস্থান পাবে, শিক্ষা পাবে, স্বাস্থ্য সেবা পাবে তা আগে কেউ ভাবতে পারেনি ৷ জননেত্রী শেখ হাসিনার সরকার রাষ্ট্রীয়ভাবে সকলের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর ৷ মন্ত্রী সারাদেশে জেগে ওঠা চরগুলোতে বিশেষ করে সমুদ্র থেকে জেগে ওঠা চর ও সুন্দরবনের উপকূলে জেগে ওঠা চরগুলোতে ভূমিহীনদের মাঝে বন্দোবস্তযোগ্য কৃষি জমি প্রদানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন ৷
পরে মন্ত্রী ১৪ শ ভূমিহীন পরিবারের মাঝে খতিয়ান বিতরণ করেন ৷ চলতি বছরের ডিসেম্বরে ১৪ হাজার জমির খতিয়ান বিতরণের লক্ষমাত্রা রয়েছে ৷ খতিয়ান বিতরণকালে নারীদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে মন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দেন৷
নোয়াখালী জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে নোয়াখালী-৬ আসনের এম.পি আয়েশা ফেরদৌস, ভূমিসচিব মেছবাহ উল-আলম ও উপসচিব জাকির হোসেন বক্তব্য রাখেন ৷