বৃহস্পতিবার ● ১৮ নভেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে হত্যা মামলার পলাতক আসামী আটক
কাউখালীতে হত্যা মামলার পলাতক আসামী আটক
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটির কাউখালী থানা পুলিশ হত্যা মামলার পলাতক এক আসামীকে গতকাল বুধবার বিকাল বেলায় রাঙামাটি রাবার বাগান এলাকা থেকে আটক করেছেন পুলিশ।
কাউখালী থানার মামলা সুত্রে জানা যায়, কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের মাষ্টার ঘোনা এলাকার মৃত রাজেন্দ্র নাথের ছেলে এ্যাডভোকেট ঝন্টু কান্তি নাথ (৩২) কে তার বড় ভাই নেপাল কান্তি নাথ (৪৫), মেঝ ভাই দিলীপ কান্তি নাথ (৩৮) এবং দিলীপের স্ত্রী রীতা নাথ (৩২) গত গত আগষ্ট মাসের ২২ তারিখে পারিবারিক কলহের জেরে কুপিয়ে জখম করেন।
খবর পেয়ে স্থানীয় লোকজন এ্যাডভোকেট ঝন্টু কান্তি নাথকে তার বাড়ি হতে উদ্বার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেপ্টেম্বর মাসের ৯ তারেখে এ্যাডভোকেট ঝন্টু কান্তি নাথ মারা যায়।
এ ঘটনায় মৃত এ্যাডভোকেট ঝন্টু কান্তি নাথের স্ত্রী রমাশ্রী দেবী বাদি হয়ে কাউখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ৪, তারিখ-২৮ আগস্ট-২০২১ ইংরেজি। এ মামলার তদন্তকারী অফিসার (আইও) এসআই চয়ন দাশ গুপ্ত।
মামলার পলাতক তিন আসামীর মধ্যে কাউখালী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওসি মো. শহিদ উল্লার নেতৃতে পুলিশ পরিদর্শক আব্দুল হালিমের সহায়তায় সংগীয় ফোর্সসহ গতকাল বুধবার কাউখালীর রাবার বাগান এলাকা থেকে মামলার পলাতক ২নং অভিযুক্ত দিলীপ কান্তি নাথ (৩৮) কে আটক করে থানায় নিয়ে আসেন।
পরদিন বৃহস্পতিবার আটককৃত আসামীকে রাঙামাটি জেলা ম্যাজিস্ট্রেট কোর্টে প্রেরণ করা হয়েছে বলে ওসি বিষয়টি নিশ্চিত করেন।