বৃহস্পতিবার ● ১৮ নভেম্বর ২০২১
প্রথম পাতা » অপরাধ » গাইবান্ধায় হত্যা মামলায় ৮ জনের আমৃত্যু কারাদন্ড
গাইবান্ধায় হত্যা মামলায় ৮ জনের আমৃত্যু কারাদন্ড
সাইফুল মিলন,স্টাফ রিপোর্টার :: গাইবান্ধায় হত্যা মামলায় ৮ জনের আমৃত্যু কারাদন্ডাদেশ দিয়েছেন জেলা দায়রা জজ আদালত। এই মামলায় সম্পৃক্তনাথাকায় ৮ জনকে খালাস দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার সকালে গাইবান্ধার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় ঘোষণা করেন। এছাড়াও প্রত্যেক আসামিকে একলাখ টাকা জরিমানার রায় ধার্য করেন তিনি।
আমৃত্যু কারাদন্ড প্রাপ্তরা হচ্ছে: মাওলানা নজরুল ইসলাম গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান ও পলাশবাড়ী উপজেলার সাবেক আমীর, আব্দুর রউফ, জালাল, সাবেক শিবির নেতা গোলাম মোস্তফা, কর্মচারী সোনালী ব্যাংক শাহ আলম, শিবির ক্যাডার মিজানুর রহমান, শিবির ক্যাডার ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তালেব ও রংপুরের পীরগঞ্জের শিবির কর্মী ফারুক। এর মধ্যে মিজানুর ও আবু তালেব পলাতক রয়েছেন।
পাবলিক প্রসিকিউটর ফারুক আহম্মেদ প্রিন্স এই রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ১৯৯৯ সালে ২২ আগস্ট পলাশবাড়ীর আদর্শ কলেজের প্রিন্সিপাল আব্দুল মান্নানকে বেআইনি ভাবে অপসারণের কারনে কারনে আমাবাড়ী গ্রামের লোকজন অসন্তোষ প্রকাশ করলে সুই গ্রামের জামাত বিএনপির লোকজন ক্ষিপ্ত হয়ে হাসান আলী নামের একজনকে নৃশংস ভাবে হত্যা করে। দীর্ঘ ২১ বছর পর আজ এই মামলার রায় ঘোষনা করেন আদালত।