শনিবার ● ২০ নভেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে অজ্ঞাত তরুনীর লাশ উদ্ধার
রাউজানে অজ্ঞাত তরুনীর লাশ উদ্ধার
আমির হামজা, স্টাফ রিপোর্টার :: চট্টগ্রামের রাউজানে অজ্ঞাত এক তরুনীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে রাউজান থানা পুলিশ। আজ ২০ নভেম্বর শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের চৌধুরী হাটের পূর্বে সিকদার টেক এলাকার রাউজান-নোয়াপাড়া সেকশন সড়ক-২র পাশের পরিত্যক্ত জমি থেকে লাশটি উদ্ধার করা হয়।
তরুনীর পরিচয় নিশ্চিত করা যাইনি। পুলিশের ধারণা কেউ তাকে হত্যা করে লাশ ফেলে গেছে। তরুণীর বয়স আনুমানিক ২২ বছর।
ঘটনাস্থলে গিয়ে দেখা যাই, তার শরীরে সাদা সেলোয়ার কামিজ, প্যান্ট পড়া ছিল। গলায় লাল-হলুদ রঙের উড়না দিয়ে পেছানো, গায়ে রশি মোড়ানো, দুই পায়ে নুপুর পড়া ছিল। ঘটনাস্থল পরিদর্শনে যান চট্টগ্রাম জেলার (উত্তর)’র অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কবীর আহম্মেদ, সহকারী পুলিশ সুপার (রাউজান-রাঙ্গুনিয়া) সার্কেল আনোয়ার হোসেন শামীম ও রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন। চট্টগ্রাম জেলার (উত্তর)’র অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কবীর আহম্মেদ আমাদের বলেন, ভোরে সড়কের এক তরুনীর লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি এটি হত্যাকান্ড। তিনি আরও বলেন অজ্ঞাত এই লাশের পরিচয় নিশ্চিত করতে আমাদের চেষ্টা অব্যাহত আছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ মাঠে নেমেছে বলে দাবি এই কর্মকর্তার।
সড়ক দুর্ঘটনায় আহত ব্যবসায়ীর মৃত্যু
রাউজান :: চট্টগ্রামের রাউজানে সড়ক দুর্ঘটনায় আহত ব্যবসায়ী সেকান্দর হোসেনের (৫৫) মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গত শুক্রবার (১২ নভেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের ধরারটেক এলাকায় মাইক্রোর ধাক্কায় মোটর সাইকেল আরোহী সেকান্দর হোসেন গুরুতর আহত হন। পরে তাকে চট্টগ্রাম নগরীর মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৮দিন চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পোল্ট্রি ফার্ম পুড়িয়ে দেয়ার অভিযোগ
রাউজান :: চট্টগ্রামের রাউজানে ঋনের টাকা দিয়ে নির্মাণ করা পোল্ট্রি ফার্ম দুর্বৃত্তরা পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় পোল্ট্রি ফার্মের মালিক প্রাদ্যুৎ পালিত আজ শনিবার ২০ নভেম্বার সকালে রাউজান থানায় একটি লিখিত অভিযোগ প্রদান করেন। গতকাল শুক্রবার ভোরে উপজেলার চিকদাইর ইউনিয়নের দক্ষিণ সর্তা এলাকায় এঘটনা ঘটে। পোল্ট্রি ফার্মের মালিক প্রাদ্যুৎ পালিত বলেন, মুরগির পোল্ট্রি ফার্ম করার জন্যে কিছুদিন আগে ব্র্যাক ব্যাংক আমিরহাট শাখা থেকে দুই লক্ষ টাকা ঋণ নিয়েছি। ঋণের টাকা থেকে বেড়া দিয়ে টিন শীডের ঘর করেছি। অনেক মালামালও ক্রয় করি। শুক্রবার ভোর রাতে কে বা কারা পোল্ট্রি ফার্মের ঘরে আগুন দিয়েছে। এতে নির্মাণ করা বেড়া দিয়ে টিন শীটের ঘর ও ভেতরে রাখা মালামাল পুড়ে গেছে। এ ব্যাপারে রাউজান থানার ওসি আব্দুল্লাহ আল হারুন বলেন, পোল্ট্রি ফার্ম পুড়িয়ে দেয়ার একটি অভিযোগ পেয়েছি। এব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানা।
নৌপথে পাচারকালে ৫২০ লিটার মদ উদ্ধার
রাউজান :: চট্টগ্রামের রাউজান উপজেলার কর্ণফুলী নদী নৌপথে মাদক পাচারের সময় পুলিশের অভিযানে ৫২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এসময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন পুলিশ। এই ঘটনায় আটককৃতরা হলেন, বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ঘাটিয়ার পাড়ার মৃত আব্দুল আলমের ছেলে মনছুর আলম (৩৫) ও একই এলাকার নজির আহমদের ছেলে দিদারুল ইসলাম (৪৫। গতকল শুক্রবার রাত ৪টার দিকে কর্ণফুলি নদীর রাউজান অংশের বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন দরগাহ ঘাটে এঘটনা ঘটে। নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জয়নাল আবেদিন বলেন, রাত্রিকালীন ডিউটির সময় জানতে পারি কর্ণফুলি নদী দিয়ে মদ পাচার হচ্ছে। এমন সংবাদে আমরাও স্পিড বোট সাথে নিয়র অভিযান করে তাদের আটক করি। এসময় বস্তা ভর্তি ৫২০ লিটার মদ উদ্ধার করি। তিনি আরও বলেন, মাদক পাচার কাজে ব্যবহৃত বৈঠা নৌকাটি জব্দ করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউজান থানার ওসি আব্দুল্লাহ আল হারুন বলেন, দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তারা দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত। আজ শনিবার দুপুরে মাদকদ্রব্য আইনে মামলা রুজু শেষে কোর্টে প্রেরণ করা হয়েছে।