রবিবার ● ২১ নভেম্বর ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাইসছড়ি ইউনিয়নে আনারস প্রতীকের সমর্থনে জনসংযোগ এবং মত বিনিময় সভা
মাইসছড়ি ইউনিয়নে আনারস প্রতীকের সমর্থনে জনসংযোগ এবং মত বিনিময় সভা
স্টাফ রিপোর্টার :: আসন্ন ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী সাজাই মারমার আনারস প্রতীকের সমর্থনে এলাকায়-এলাকায় জনসংযোগ এবং উঠান বৈঠক ও মত বিনিময় সভা করেছে মাইসছড়ি ইউনিয়ন স্থানীয় নেতৃবৃন্দ।
আজ ২১ নভেম্বর রবিবার ২নং ওয়ার্ডের বাহার টিলা, ৪ নং ওয়ার্ডের পাথা পাড়া, পাইশী পাড়া, ও সাউপ্রু কারবারী পাড়া স্বতন্ত্র চেয়ারম্যান পদ প্রার্থী সাজাই মারমা মাইসছড়ি ইউনিয়নে আনারস প্রতীকের সমর্থনে জনসংযোগ এবং মত বিনিময় সভা করেন।
মহালছড়ির ৪ নং মাইসছড়ি ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি (আনারস প্রতীক) বর্তমান চেয়ারম্যান সাজাই মারমা। তিনি দীর্ঘ ৩৫ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত রয়েছেন। তিনি টানা ৩০ বছর ধরে জনপ্রতিনিধি হিসেবে জনগণের সেবা করছেন। এবারও সাজাই মারমা নৌকার মনোনয়ন চেয়েছিলেন কিন্তু দল এ ত্যাগী নেতাকে মনোনয়ন দেয়নি।
এলাকার জনগণের অনুরোধে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবারের ইউপি নির্বাচনে অংশগ্রহণ করছেন।
মাইসছড়ি চেয়ারম্যান পদে প্রার্থী সাজাই মারমার আনারস প্রতীকের সমর্থকরা মাইসছড়ি উচ্চ বিদ্যালয়, বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফ উচ্চ বিদ্যালয়, লেমুছড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রগুলো নিয়ে শঙ্কিত বলে জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, মহালছড়ি সদর ইউপির ৭ নং পাহাড়তলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৮ নং দুরপর্যানাল নিন্মমাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র। মাইসছড়ি ইউপির ২ নং মাইসছড়ি উচ্চ বিদ্যালয়, ৩ নং পশ্চিম মানিকছড়ি, ৪নং চেয়ারম্যান পাড়া, ৫ নং বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফ উচ্চ বিদ্যালয়, ৭ নং লেমুছড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্র, মুবাছড়ি ইউপির ২ নং ওয়ার্ড এবং ক্যায়াংঘাট ইউপির ১ নং ওয়ার্ড কেন্দ্রগুলো অধিক ঝুঁকিপূর্ণ।
এদিকে সরকার দলীয় প্রার্থীর লোকজন আনারস প্রতীকের সমর্থক এবং ভোটারদের ভয়ভীতি দেখিয়ে কয়েকটি এলাকায় প্রচারণায় বাধা সৃষ্টি করেছে বলে চেয়ারম্যান পদপ্রার্থী সাজাই মারমার আনারস প্রতীকের সমর্থকরা অভিযোগ করেন।