মঙ্গলবার ● ২৩ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ঢাকা » বিরোধীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা আক্রমণ সরকারের অসহিষ্ণু স্বৈরতান্ত্রিক চরিত্রের বহিঃপ্রকাশ
বিরোধীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা আক্রমণ সরকারের অসহিষ্ণু স্বৈরতান্ত্রিক চরিত্রের বহিঃপ্রকাশ
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে বলেছেন, বিএনপি চেয়ারপারসন সংকটাপন্ন বেগম খালেদা জিয়ার বিদেশে উপযুক্ত চিকিৎসায় বাঁধা প্রদান করে সরকার দেশকে চরম বিভাজন , হিংসা আর সহিংসতার পথে ঠেলে দিচ্ছে। গতকাল বিএনপি’র শান্তিপূর্ণ কর্মসূচিতে কোন উসকানি ছাড়া আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী যেভাবে হামলা আক্রমণ করেছে,নেতাকর্মীদের লাঠিপেটা করেছে , আহত করেছে তা সরকারের চরম অসহিষ্ণু ও নিপীড়নমূলক স্বৈরতান্ত্রিক চরিত্রের বহিঃপ্রকাশ।
বিবৃতিতে তিনি বলেন, সরকার খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেবার সুযোগ না দিয়ে প্রতিহিংসা ও প্রতিশোধের যে রাজনৈতিক কৌশল গ্রহণ করেছে তা একদিকে সরকার পরিচালনায় তাদের শপথের পরিপন্থী আর অন্যদিকে দেশকে ভয়ংকর সংঘাত - সংঘর্ষের দিকে নিয়ে যাচ্ছে। তিনি বলেন, যখন দরকার ছিল রাজনৈতিক দলসমূহের মধ্যে পারস্পরিক আস্থা,বিশ্বাস ও নৈকট্য গড়ে তোলা তখন সরকার যেভাবে খুঁচিয়ে খুঁচিয়ে বিরোধ আরও বাড়িয়ে তুলছে তা দেশকে কেবল আরও ভয়ংকর নৈরাজ্যের দিকে নিয়ে যাবে।তিনি বলেন,এক সরকারের মধ্যে আরো কোন সরকার কাজ করছে কিনা সরকারের আক্রমণাত্বক পদক্ষেপ দেখে জনগণের মধ্যে এসব প্রশ্নও দেখা দিয়েছে।
এই পরিস্থিতি কাম্য হতে পারেনা।
তিনি সরকারকে জেদ অহমিকা ও প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে এসে গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়াকে তার পছন্দের দেশ ও হাসপাতালে চিকিৎসার সুযোগ করে দেয়ার জন্য আবারও সরকারের প্রতি আহবান জানিয়েছেন।
একই সাথে তিনি বিরোধী শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশী নিপীড়ন - নির্যাতন বন্ধ করারও দাবি জানিয়েছেন।