বুধবার ● ২৪ নভেম্বর ২০২১
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জে আ’লীগ চেয়ারম্যান প্রার্থী সাবের চৌধুরীর ওপর বিদ্রোহীর প্রার্থীর সমর্থকদের হামলা
নবীগঞ্জে আ’লীগ চেয়ারম্যান প্রার্থী সাবের চৌধুরীর ওপর বিদ্রোহীর প্রার্থীর সমর্থকদের হামলা
নবীগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাবের আহমেদ চৌধুরীর কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। এঘটনায় আহত হয়েছেন ২০ জন।
গতকাল মঙ্গলবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গজনাইপুর ইউনিয়নের দেওপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, আব্দুল হক (৪০), লিটন মিয়া (৩০), শাবিজ মিয়া (৩২), রুনু মিয়া (২৬), আব্দাল মিয়া (৩২), ফজলু মিয়া (৪৬), উমর আলী (৩০), ফয়ছল (২৮), ফজলু (৩০), শাহ রিপন (৪১), জাহাঙ্গীর (৩৫)।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাবের আহমেদ চৌধুরীর সমর্থনে সাতাইহাল ফুটবল মাঠে এক নির্বাচনী সভা ছিল । নির্বাচনী সভায় করতে না পারায় কর্মী-সমর্থকদের নিয়ে বাড়ি ফেরার পথিমধ্যে ঢাকা সিলেট মহাসড়কের দেওপাড়া বাজার নামকস্থানে পৌছামাত্রই অন্ধকারে সাবের আহমেদ চৌধুরী ও কর্মী-সমর্থকদের উপর লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা করা হয়। এতে ২০ জন আহত হয়। আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।
আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবের আহমেদ চৌধুরীর অভিযোগ, আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ইমদাদুর রহমান মুকুল ও তার সমর্থকরা আমি ও আমার কর্মীসমর্থকদের উপর হামলা করে । এতে আমার অনেক কর্মীসমর্থক আহত হয়েছেন।
এ প্রসঙ্গে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইমদাদুর রহমান মুকুল বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম না, আওয়ামী লীগের প্রার্থী আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন ।
এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ বলেন, বিষয়টি শুনেছি,কয়েকজন আহত হয়েছেন, আমরা ঘটনাস্থলে আছি।