শুক্রবার ● ২৬ নভেম্বর ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » প্রচারনার শেষ মুহুর্তে গণসংযোগ করেছে মাইসছড়ি ইউপির আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাজাই মারমা
প্রচারনার শেষ মুহুর্তে গণসংযোগ করেছে মাইসছড়ি ইউপির আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাজাই মারমা
স্টাফ রিপোর্টার :: আসন্ন ২৮ নভেম্বর ইউপি নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারনার শেষ মুহুর্তে প্রচারণামূলক গণসংযোগ করেছে মহালছড়ি ৪ নং মাইসছড়ি ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি (আনারস প্রতীক) বর্তমান চেয়ারম্যান সাজাই মারমা।
আজ ২৬ নভেম্বর শুক্রবার সারাদিন বদনলা , লেমুছড়ি, পশ্চিমঘাট, বলিপাড়া, চৌধুরীপাড়া ও মাইসছড়ি বাজার এলাকায় আনারস প্রতীকের সমর্থনে গণসংযোগ করেছে মাইসছড়ি ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাজাই মারমা এবং তার কর্মী সমর্থকেরা।
আজ রাত ১২টায় শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা। আর মাত্র ১ দিন পরেই হচ্ছে ভোটগ্রহন। মাইসছড়িতে ৯টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৮ হাজার ৮ শত ৮১ জন।
সূত্রে জানা গেছে, মহালছড়ির মাইসছড়ি ইউপির ২ নং ওয়ার্ডে মাইসছড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২০১৬ সালে ভোট ডাকাতির ঘটনা ঘটে ছিল, ৩ নং পশ্চিম মানিকছড়ি, ৪নং চেয়ারম্যান পাড়া, ৫ নং বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফ উচ্চ বিদ্যালয়,৭ নং লেমুছড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কেন্দ্রে ভোট নিয়ে ব্যাপক মারামারী হয় কেন্দ্র সমুহ অধিক ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে স্থানীয় প্রশাসন।