শুক্রবার ● ২৬ নভেম্বর ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » দীঘিনালার ইউপি নির্বাচনে এই প্রথমবারের মতো চেয়ারম্যান পদে নারী প্রার্থী
দীঘিনালার ইউপি নির্বাচনে এই প্রথমবারের মতো চেয়ারম্যান পদে নারী প্রার্থী
খাগড়াছড়ি প্রতিনিধি :: আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে মহালছড়ি ও দীঘিনালা উপজেলার ৭ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এর মধ্যে দীঘিনালার ইউপি নির্বাচনে এই প্রথমবারের মতো চেয়ারম্যান পদে মাহমুদা বেগম লাকী দলীয়ভাবে প্রথম নারী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে লড়ছেন।
এ কারণে মেরুং ইউনিয়নে ভোটার ও সাধারণ মানুষের মধ্যে বাড়তি উৎসাহ দেখা দিয়েছে।
লাকী দীঘিনালা উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন মাস্টারের কন্যা। তিনিই জেলার একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী।
দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিদ্যুৎ বরণ চাকমা বলেন, মেরুং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী হিসেবে মাহমুদা বেগমসহ ৮জনের নাম কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের কাছে পাঠানো হয়। মনোনয়ন বোর্ড মাহমুদা বেগমকে দলীয় মনোনয়ন দেন।
এ বিষয়ে মাহমুদা বেগম বলেন, আমি দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের রাজনীতি করে আসছি। আমার পিতা এ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। রাজনৈতিকভাবে আমাকে মূল্যায়ন করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আমি কৃতজ্ঞ।
আমি আশাবাদী আমাদের ইউনিয়নের জনগন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে বিপুল ভোটে আমাকে নির্বাচিত করবেন।
মাহমুদা বেগম লাকীর সাথে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে লড়ছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এম. এন. লারমা) সমর্থিত হেমাব্রত কার্বারী (আনারস)। হাতপাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলন মনোনীত মো. আশরাফুল আলম।
দীঘিনালা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শাহেনসা লতিফুল খায়ের জানান, নির্বাচন সুষ্ঠু করার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি।
উল্লেখ্য, খাগড়াছড়ি জেলার ৩৮টি ইউনিয়নের মধ্যে দীঘিনালার মেরুং ইউনিয়নে সর্বোচ্চ ২৯হাজারের কাছাকাছি ভোটার রয়েছেন।