শনিবার ● ২৭ নভেম্বর ২০২১
প্রথম পাতা » জাতীয় » শহীদ মিলন দিবসে শহীদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
শহীদ মিলন দিবসে শহীদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
এরশাদ সামরিক স্বৈরতন্ত্র বিরোধী ‘৯০ এর গণঅভ্যুত্থানের বীর শহীদ ডাঃ শামসুল আলম খান মিলনের ৩১তম শাহাদাৎ বার্ষিকীতে আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ চত্তরে মিলনের কবরে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় চত্তরে মিলন স্মৃতিবেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং শহীদের সংগ্রামী স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক , পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, ঢাকা মহানগর কমিটির কামরুজ্জামান ফিরোজ মোহাম্মদ রিয়েল সহ পার্টির কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
মিলন স্মৃতিবেদীতে পুষ্পস্তবক প্রদানের পর উপস্থিত নেতা - কর্মীদের উদ্দেশ্যে সাইফুল হক বলেন , ডাঃ মিলন যে সাম্যাভিত্তিক গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র ও সমাজের স্বপ্ন নিয়ে নিজের জীবন দিয়েছেন তা আজও অর্জিত হয়নি।মিলনের ঘাতকদের আজ পর্যন্ত বিচার হয়নি।
উল্টো শাসকগোষ্ঠী ক্ষমতার সমীকরণে তাদেরকে কোলে পিঠে করে রাজনৈতিকভাবে পুনর্বাসিত করেছে।তিনি বলেন বর্তমান সরকার ও শাসকগোষ্ঠী নির্বাচন তথা গোটা গণতান্ত্রিক ব্যবস্থাকে বিদায় দিয়ে এরশাদ সামরিকতন্ত্রকেও লজ্জা দিয়েছে। তারা এক অমানবিক ও নিষ্ঠুর কর্তৃত্ববাদী শাসন কায়েম করেছে।
তিনি মিলনের রক্তভেজা পথে অধিকার ও মুক্তি অর্জনে স্বৈরতন্ত্র বিরোধী গণতান্ত্রিক সংগ্রাম বিজয়ী করার অংগিকার ব্যক্ত করেন।