রবিবার ● ২৮ নভেম্বর ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » তৃতীয় ধাপে ইউপি নির্বাচন গাইবান্ধায় চলছে ভোটগ্রহণ
তৃতীয় ধাপে ইউপি নির্বাচন গাইবান্ধায় চলছে ভোটগ্রহণ
সাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাইবান্ধার পলাশবাড়ী ও সুন্দরগঞ্জ উপজেলায় ১৯টি ইউনিয়নে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ। এর মাঝে সুন্দরগঞ্জ উপজেলার ১৩টি এবং পলাশবাড়ি উপজেলার ৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটগ্রহণ সকাল ৮টা থেকে শুরু হয় যা বিরতিহীন ভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত। রোববার (২৮ নভেম্বর) ভোটগ্রহণের শুরু থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিলো দীর্ঘ লাইন।
সাকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে যা শেষ হবে বিকাল ৪টা পর্যন্ত। সাকাল সাড়ে নয়টা পর্যন্ত কোনও কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটেনি।! নির্বাচনে ১৯টি ইউনয়নে চেয়ারম্যান পদে ১’শ ৪১জন সংরক্ষিত নারী সদস্য পদে ৩’শ ২৮ জন এবং সাধারন সদস্য পদে ৮’শ ৩৯ জন্য প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১৯ ইউনিয়নে ৪ লাখ ৩৫ হাজার ৯’শ ৫০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
যার মাঝে নারী ভোটার ২লাখ ২২হাজার ৮৯জন এবং পুরুষ ভোটার ২লাখ ১৩হাজার ৮’শ ৬১জন। ১৮৬ টি কেন্দ্রে ১৮৬জন প্রিজাইডিং অফিসার ১হাজার ২’শ ৪৫জন সহকারী প্রিজাইডিং অফিসার ২হাজার ৪’শ ৯০জন পোলিং অফিসার ভোট গ্রহন কার্যক্রম পরিচালনা করছেন। সুুষ্ঠ ও শান্তিপুর্ন নির্বাচন সম্পন্নের লক্ষে র্যাব, বিজিবি, পুলিশ ও আনসারসহ প্রায় পাঁচ হাজার আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য ভোটের মাঠে দায়িত্ব পালন করছেন।
এছাড়া একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ ১৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত সার্বক্ষনিক কেন্দ্রগুলোসহ নির্বাচনী এলাকায় টহলে রয়েছেন।