রবিবার ● ২৮ নভেম্বর ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাইসছড়ি ইউপিতে আনারস মার্কার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাজাই মারমা জয়ী
মাইসছড়ি ইউপিতে আনারস মার্কার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাজাই মারমা জয়ী
স্টাফ রিপোর্টার :: আজ রবিবার ২৮ নভেম্বর-২০২১ খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলায় ৪ নং মাইসছড়ি ইউনিয়নে নয়টি কেন্দ্রের মধ্যে আগে থেকে ২ নং ওয়ার্ডের কেন্দ্রের ভোট গ্রহন বাতিল করা হয়।
তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাইসছড়ি ইউনিয়নে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোটগ্রহণ সকাল ৮টা থেকে শুরু হয় যা বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত চলে। রবিবার ভোটগ্রহণের শুরু থেকে কেন্দ্রগুলোতে নারী-পুরুষ ভোটারদের উপস্থিতি ছিলো দীর্ঘ লাইন।
আটটি কেন্দ্রের ফলাফলে বর্তমান চেয়ারম্যান আনারস মার্কার (স্বতন্ত্র) চেয়ারম্যান পদপ্রার্থী সাজাই মারমা পঞ্চম বারের মত নির্বাচিত হয়েছেন।
মহালছড়ি উপজেলা নির্বাচন অফিস সূত্রে প্রাপ্ত তথ্য অনুয়াযী, মাইসছড়ি ইউপির ১ নং ওয়ার্ডে ৫৫৩ (আনারস), ২২৯ (নৌকা), ২ নং ওয়ার্ডে - ( আনারস) - (নৌকা) স্থগিত, ৩ নং ওয়ার্ডে ৬৭২ ( আনারস),৩০ (নৌকা), ৪ নং ওয়ার্ডে ৭৫০ (আনারস), ২৩ (নৌকা), ৫ নং ওয়ার্ডে ৩৫৮ (আনারস), ৭৮৪ (নৌকা), ৬ নং ওয়ার্ডে 0৮ (আনারস), ৫৮৪ (নৌকা), ৭ নং ওয়ার্ডে ৩৯৯ (আনারস), ৩৪৮ (নৌকা), ৮ নং ওয়ার্ডে ২২৪ (আনারস), ১৩৪ (নৌকা) এবং ৯ নং ওয়ার্ডে ৩০৪ (আনারস), ০৫ (নৌকা) ভোট পেয়েছেন।
৮টি কেন্দ্রে প্রাপ্ত ফলাফলে বর্তমান চেয়ারম্যান আনারস মার্কার (স্বতন্ত্র) চেয়ারম্যান পদপ্রার্থী সাজাই মারমা পেয়েছে ৩২৬৮ ভোট।
৮টি কেন্দ্রে প্রাপ্ত ফলাফলে চেয়ারম্যান পদপ্রার্থী নৌকা মার্কার (আওয়ামীলীগ) মো. গিয়াস উদ্দিন লিডার পেয়েছে ২১৩৭ ভোট।
বেসরকারি ফলাফল ঘোষনা অনুযায়ী ১১৩১ ভোটের ব্যবধানে আনারস মার্কার (স্বতন্ত্র) চেয়ারম্যান পদপ্রার্থী সাজাই মারমাকে বিজয়ী ঘোষনা করা হয়।
মাইসছড়ি ইউপিতে আনারস মার্কার (স্বতন্ত্র) চেয়ারম্যান পদে পঞ্চম বারের মত সাজাই মারমা জনগণ তাদের ভোট দিয়ে বিজয়ী করাতে তিনি দল-মত, ধর্মবর্ণ-নির্বিশেষে মাইসছড়ি ইউনিয়নের সকল ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
এছাড়া খাগড়াছড়ি পার্বত্য জেলার স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, খাগড়াছড়ি জেলা প্রশাসন ও মহালছড়ি উপজেলা প্রশাসন, উপজেলা নির্বাচন অফিসার এবং নির্বাচনী কাজে নিয়োজিত সকল আইন শৃঙ্খলা বাহিনীর সকলকে মাইসছড়ি ইউনিয়নে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ জন্য ধন্যবাদ জানিয়েছেন।