সোমবার ● ২৯ নভেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে ভোট চুরি ও ভোট গননায় অনিয়মে সড়ক অবরোধ
রাঙামাটিতে ভোট চুরি ও ভোট গননায় অনিয়মে সড়ক অবরোধ
আমির হামজা, স্টাফ রিপোর্টার :: রাঙামাটি জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া মডেল ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডে ভোট গননায় পক্ষপাত হয়েছে বলে অভিযোগ করেছেন পরাজিত মেম্বার পদপ্রার্থী নুরুল আবছার। ভোট পুনরায় গণনার দাবিতে তার সমর্থকরা চট্টগ্রাম-রাঙামাটি সড়ক অবরোধ করে রাখেন।
এসময় অবরোদ্ধ হয়ে পড়েন নির্বাচনী দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এসময় উত্তেজিত জনতা ফলাফল প্রত্যাখান করে দ্বিতীয় বারের মতো ভোট গণনার দাবী জানান প্রিজাইডিং অফিসার ও দায়িত্বে থাকা পুলিশ প্রশাসনকে। তাদের অভিযোগ ভোট গণনার আগে নুরুল আবছারের এজেন্ট থেকে স্বাক্ষর করে নেয় প্রিজাইডিং অফিসার। ভোট গণনার ফলাফলে দেখা যায় মাত্র ১৮ ভোটে পরাজিত হয় নুরুল আবছার। মেম্বার নির্বাচিত ঘোষণা করা হয় অপর প্রতিন্দ্বন্ধি পালিত বাসু টিউবওয়েল প্রতিককে। নষ্ট ভোট দেখানো হয় ১৭ ভোট। নির্বাচনী ফলাফল ঘোষণার পর বিক্ষোভে ফেটে পড়ে নুরুল আবছারের শতাধিক সমর্থন নারী-পুরুষ।গতকাল ২৮ নভেম্বর রবিবার বিকাল সাড়ে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত সড়কে বিক্ষোভ চলাকালে যানবাহন বন্ধ করে। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ব্যর্থ হলে পরে সেনাবাহিনী উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের সাথে কথা বলেন। সেনাবাহিনী আশ্বস্ত করেন ব্যালেট পুনরায় গণনা করা হবে। তখন বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করে নেন। এরপর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হলে তিনি উভয় পক্ষকে উপজেলা পরিষদের আসার আহবান জানিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।