সোমবার ● ২৯ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন : নীতিমালা বাস্তবায়নের সভা
ঝালকাঠিতে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন : নীতিমালা বাস্তবায়নের সভা
গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি :: “অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন” নীতিমালা বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা নারী উন্নয়ন ফোরাম সভাপতি ও ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী। অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা নির্বাহী অফিসার সাবেকুন নাহার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনোয়র হোসেন খান,প্রেসক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্ত, জেলা জাতীয় পার্টির আহবায়ক আনোয়ার হোসেন আনু,নলছিটি উপজেলা ভাইস চেয়ারম্যান মোরশেদা লস্কর, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ছাকিনা আলম লিজা, রৃপান্তরের ঝুমা কর্মকার, মো. মাফুজুর রহমান,সহযোগী সৈয়দ অলি রহমান প্রমুখ। অনুষ্ঠানে ইউনিয়ন নির্বাচনে সাধারণ আসনে নারী সদস্য নির্বাচিত নারীকে পুস্কার প্রদান করা হয়।
নারীর ক্ষমতায়নে রাজনৈতিক দলের নারী নেতৃত্ব নিশ্চিতকরণ বিষয়ে হেলভির্টাস এর তত্বাবধানে সুইজারল্যান্ডের সহায়তায় রুপান্তর এ অভিগ্ঘতা বিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নারীনেত্রী ও নারী ইউপি সদস্যসহ ৪০ জন অংশগ্রহণ করেছেন।
এর আগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২১ উদযাপন উপলক্ষ্যে মানববন্ধন করেন।
বক্তরা বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ (সংশোধন-২০০৯) অনুচ্ছেদ ৯০বি অনুযায়ী রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটিসহ সকল কমিটিতে ৩৩% নারীর প্রতিনিধিত্ব ২০২০ সালের মধ্যে নিশ্চিত করার কথা ছিলো। রাজনৈতিক দলের সকল কমিটিতে ৩৩% নারী থাকার কথা থাকলেও তা কবে নাগাদ পূরণ হবে তা সুর্নিদষ্ট করা হয়নি।