সোমবার ● ২৯ নভেম্বর ২০২১
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কর্মকান্ড দেখে সন্তোষ প্রকাশ করেন সৌদি মন্ত্রী
বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কর্মকান্ড দেখে সন্তোষ প্রকাশ করেন সৌদি মন্ত্রী
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: সৌদি আরব সরকারের সৌদি পরিবহন ও লজিস্টিক সার্ভিস মন্ত্রী সালেহ নাসের এ আল জাসের মিরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর পরিদর্শন করেন।
আজ সোমবার ২৯ নভেম্বর সকালে সফর সঙ্গীদের নিয়ে বেজা অফিসের সামনে বৃক্ষরোপন ও ৩ নং সুপার ডাইক সংলগ্ন ভূমি পরিদর্শনসহ বেজা কনফারেন্স রুমে মতবিনিময় করেন।
এ সময় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশি রাষ্টদূত জাবেদ পাটোয়ারী, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কতৃপক্ষের পরিকল্পনা ও উন্নয়ন অতিরিক্ত সচিব ইরফান শরীফ, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল সহকারী ব্যাবস্থাপক আমজাদ হোসেন, মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমান, মিরসরাই থানার ওসি মজিবুর রহমানসহ বেজার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সৌদি আরব মন্ত্রী সালেহ নাসের এ আল জাসের সাংবাদিকদের বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কর্মকান্ড দেখে সন্তোষ প্রকাশ করেন। সৌদি সরকার সব সময় বাংলাদেশের সাথে ছিল এবং ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে। এই বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প অঞ্চলে সৌদি সরকারের সাথে কথা বলে বিনিয়োগ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
মিরসরাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মিরসরাই :: মিরসরাইয়ে পানিতে ডুবে আরশাদ হোসেন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার ২৯ নভেম্বর বেলা সাড়ে এগারোটা দিকে উপজেলার বারইয়াহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের জামালপুর কারী সাহেবের বাড়িতে এ ঘটনা ঘটেছে। পানিতে ডুবে মৃত্যু হওয়া আরশাদ হিঙ্গুলী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মরহুম হাজী ফজলুল হক সওদাগরের চতুর্থ সন্তান ও বারইয়ারহাট তাজমহল হোটেল এন্ড রেস্টুরেন্টের স্বত্বাধিকারী হাসানুল করিমের বড় ছেলে। হাসানুল করিমের নিকটাত্মীয় শাহাদাত হোসেন জানান, সোমবার সকালে হাসানের পুত্র আরশাদকে জামালপুরে তার নানার বাড়িতে হঠাৎ খুঁজাখুঁজি করে না পেয়ে একপর্যায়ে পুকুরে লাশ ভাসতে দেখে সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। জানতে চাইলে বারইয়াহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর নিজাম উদ্দিন বলেন, এবিষয়ে তিনি অবগত নন।