বৃহস্পতিবার ● ১৭ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বিলাইছড়ি হিসাব রক্ষন অফিসারের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ
বিলাইছড়ি হিসাব রক্ষন অফিসারের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ
সুব্রত দেওয়ান:বিলাইছড়ি থেকে ::(১৭ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় দুপুর ১.১০মিঃ) রাঙামাটির বিলাইছড়ি উপজেলা হিসাব রক্ষন অফিসারের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও ঘুষ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে৷ সরকারী চাকুরিজীবিদের অনলাইনে বেতন নির্ধারন এবং বকেয়া বেতন উত্তোলনে মোটা অংকের ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে ৷ সংশ্লিষ্ট সূত্র জানায়,অফিসের সহকর্মীদের সহযোগিতায় এসব ঘুষ নেওয়া হচ্ছে ৷ গত বছরের ১৫ ডিসেম্বর সরকার নবম জাতীয় বেতন স্কেল/১৫ ঘোষনা করে৷ উক্ত ঘোষনা অনুযায়ী সরকারি চাকুরিজীবিরা গেল বছরের ১জুলাই থেকে নতুন স্কেলে বেতন পাবেন ৷ ভুক্তভোগিরা জানায়, উক্ত বর্ধিত বকেয়া বেতন উত্তোলনের জন্য হিসাব রক্ষন অফিসে ৫%ঘুষ দিতে হয়েছে ৷ ঘুষ দিতে রাজি না হলে হিসাব রক্ষন অফিসার বেতনের অর্থ ছাড় দিচ্ছে না ৷ এতে চরম ভোগানত্মি ও হয়রানির স্বীকার হচ্ছেন সাধারন চাকুরিজীবিরা ৷ নাম প্রকাশে অনিচ্ছুক চাকুরিজীবি অনেকে জানান, নবম জাতীয় বেতন স্কেলে বর্ধিত বেতন উত্তোলন ছাড়াও ইনক্রিমেন্ট,টাইম স্কেল,সিলেকশন গ্রেড,শ্রান্তি ও বিনোদনভাতা উত্তোলনের জন্য হিসাব রক্ষন অফিসে ঘুষ দিতে হয় ৷ সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, হিসাব রক্ষন অফিসার আবদুল আউয়াল বিলাইছড়িতে যোগদানের পর থেকে তার অফিসের সহকর্মীদের সহযোগিতায় প্রকাশ্যে এসব ঘুষের টাকা দাবি করছেন ৷ এক্ষেত্রে উপজেলার সরকারি প্রতিষ্ঠান সমূহের অফিস সহকারী,ক্লার্ক অনেকে জড়িত রয়েছেন ৷ তাদের সহযোগিতায় বিলাইছড়িতে হিসাব রক্ষন অফিসের দূর্নীতি সীমা অতিক্রম করে চলেছে ৷
এবিষয়ে প্রকাশ্যে কেউ কিছু বলতে না চাইলেও সংশ্লিষ্টদের মাঝে বিরাজ করছে চাপা ক্ষেভ ৷ এসব বিষয়ে উপজেলা হিসাব রক্ষন অফিসার জানান, তিনি বিলাইছড়ি উপজেলার অতিরিক্ত দায়িত্বে রয়েছেন এবং ঘুষ নেওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেন ৷