বৃহস্পতিবার ● ২ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » দুর্গম জুরাছড়ি উপজেলায় সুষম উন্নয়ন নিশ্চিত করা হবে : নিখিল কুমার চাকমা
দুর্গম জুরাছড়ি উপজেলায় সুষম উন্নয়ন নিশ্চিত করা হবে : নিখিল কুমার চাকমা
রাঙামাটি দুর্গম জুরাছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়নমুলক প্রকল্প পরিদর্শন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিলি কুমারা চাকমা। সফরকালে জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া ইউনিয়নের কাকড়াছড়িতে ছড়ার উপর ফুট ব্রীজ নির্মাণ, জুরাছড়ি উপজেলার রাস্তা মাথা এলাকার দুঃস্থ মহিলাদের জন্য সেলাই মেশিন সরবরাহ এবং জুরাছড়ি উপজেলাধীন উপজেলা অফিসার্স ডরমেটরী নির্মাণ প্রকল্প পরিদর্শন করেন। ১ ডিসেম্বর বুধবার সকাল ১১ টায় বোর্ডের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন শেষে জুরাছড়ি উপজেলায় শুভাগমনের উপলক্ষ্যে চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান করা হয়।
চেয়ারম্যান বলেন যে, পার্বত্য চট্টগ্রাম অঞ্চল দুর্গম ভৌগোলিকগত অবস্থানের কারণে এখানকার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত নাজুক। ফলে স্থানীয় লোকজন নিজেদের উৎপাদিত পণ্য বাজারজাত করতে পারছেন না। এসব পণ্যের ন্যায্যমূল্য হতে স্থানীয় চাষীরা দীর্ঘদিন যাবৎ বঞ্চিত হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড দুর্গম এলাকার জনমানুষের চাহিদার ভিত্তিতে প্রকল্প গ্রহণসহ বিভিন্নমূলক কর্মকান্ড বাস্তবায়ন করে যাচ্ছে। জুরাছড়ি উপজেলার সাথে প্রান্তিক পর্যায়ের সরাসরি যোগাযোগ স্থাপনের জন্য বনযোগীছড়ি ইউনিয়নের কাকড়াছড়িতে ছড়ার উপর ফুট ব্রীজ নির্মাণ করে এলাকার স্থানীয় জনগণ উপকৃত হয়েছে।
তিনি আরও জানান যে, দুর্গম উপজেলা জুরাছড়িতে যোগাযোগ, কৃষি অবকাঠামো, শিক্ষা, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ করে সুষম উন্নয়ন নিশ্চিত করা হবে। জুরাছড়ি উপজেলার দুর্গম এলাকা আর দুর্গম থাকবে না। সুবিধা বঞ্চিত জনগণ কেউ পিছিয়ে থাকবে না। পশ্চাৎপদ উপজেলা হিসেব জুরাছড়িকে অগ্রাধিকার দেয়া হবে। দুর্গম জুরাছড়ি উপজেলায় অবস্থানরত সরকারি বিভিন্ন বিভাগ/দপ্তর/সংস্থার কর্মকর্তাদের প্রশাসনিক কার্যক্রম বেগবান করার লক্ষ্যে অফিসার্স ডরমেটরী নির্মাণ করা হয়েছে। সরকারি কর্মকর্তাগণ নিজ কর্মস্থলে অবস্থান করে রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে সক্ষম হবে। এজন্য জুরাছড়ি উপজেলার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় জুরাছড়ি উপজেরার নির্বাহী কর্মকর্তা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের রাঙাামাটি ইউনিট কার্যালয়ের চলতি দায়িত্ব নিয়োজিত নির্বাহী প্রকৌশলী (সিভিল) তুষিত চাকমাসহ এলাকার স্থানীয় সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।