বৃহস্পতিবার ● ২ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » অপরাধ » স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
সাইফুল মিলন, স্টাফ রিপোর্টার :: গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে মাইদুল ইসলাম মিঠু (৪০) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক এ আদেশ দেন। আদালত আসামীকে মৃত্যু পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে কার্যকর করার আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত মাইদুল ইসলাম মিঠুর বাড়ি গাইবান্ধা সদর উপজেলার নারায়নপুর গ্রামে। আদেশের সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।
মামলা সূত্রে জানা যায়, ঘটনার ১১ বছর পূর্বে অভিযুক্ত মাইদুল গোবিন্দগঞ্জ উপজেলার ফুলহার গ্রামের খাদিজা বেগম (২৮) বিয়ে করেন। বিবাহিত জীবনে তাঁদের একটি ছেলে বিজয় (১০) ও একটি মেয়ে মিতুু (৬) ছিল। এরপরে সংসারিক মনোমালিন্যের করানে স্ত্রী খাদিজা তার স্বমীকে ডিভোর্স দেয়ার ২ বছর পর আবারও খাদিজা ও মাইদুলের বিয়ে হয়। ২০১৭ সালের ৫ ফেব্রুয়ারি রাতে চাচাতো বোনের বাড়িতে রাত্রীযাপন করে। পরে ৬ ফেব্রুয়ারি সকালে মৃত অবস্থায় খাদিজাকে উদ্ধার করা হয়। ঘটনার দিন সকাল থেকে মাইদুল পালিয়ে যায়।
ঘটনার দিনে খাদিজার বাবা আব্দুর রেজ্জাক বাদী হয়ে মাইদুলকে আসামী করে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
এব্যাপারে পাবলিক প্রসিকিউটর ফারুক আহম্মেদ প্রিন্স রায়ে সন্তোষ প্রকাশ করে জানান, আসামী মাইদুল দোষী সাব্যস্ত হওয়ায় এ আদেশ দেন আদালত। বিজ্ঞ আদালত আসামীকে মৃত্যু পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে কার্যকর করার আদেশ দেন।