শুক্রবার ● ৩ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে ৩০তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত
ঝালকাঠিতে ৩০তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত
গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি ::‘কভিডোত্তর বিশ্বের টেকসই উন্নয়ন প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অশংগ্রহন’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে হুইল চেয়ার বিতরণ,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে ৩০তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সকালে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের উদ্যোগে সুইড বাংলাদেশ বুদ্ধিপ্রতিবন্ধী স্কুল সভা কক্ষে আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ জোহর আলী।
জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক শাহপার পাভীনের সভাপতিত্বে অন্যদের মধ্যে প্রেসক্লাব সভাপতি চিত্ত রঞ্জন দত্ত, সচেতন নাগরিক কমিটির সভাপতি হেমায়েত উদ্দিন হিমু,পৌর প্যানেল মেয়র তরুন কর্মকার, সমাজসেবা অধিদফতরের প্রতিবন্ধী খায়রুল ইসলাম, সমাজসেবা অধিদফতরের রেজিষ্টেশন অফিসার দৃষ্টি প্রতিবন্ধী আজাহার আলী ও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফয়সাল রহমান জসিম বক্তব্য রাখেন। পরে প্রতিবন্ধদের মাঝে হুইল চেয়ার তুলে দেন জেলা প্রশাসক।
প্রতিবন্ধী ছেলেমেয়ে,সরকারি কর্মকর্তা,শিক্ষক,সাংবাদিকসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রতিবন্ধী ছেলেমেয়েরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়।