রবিবার ● ৫ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » প্রধান সংবাদ » নারী নির্যাতন মামলার অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বিশ্বনাথে মানববন্ধন
নারী নির্যাতন মামলার অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বিশ্বনাথে মানববন্ধন
বিশ্বনাথ প্রতিনিধি :: নারী নির্যাতন মামলার এফআইআরভুক্ত অভিযুক্ত আমিনুর রহমান ও সুলতান মিয়াকে দ্রæত গ্রেপ্তারের দাবিতে শনিবার ৪ ডিসেম্বর বিকেলে সিলেটের বিশ্বনাথ পৌর শহরের বাসিয়া সেতুতে ‘সচেতন জনগণের ব্যানারে’ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার অলংকারী ইউনিয়নের অলংকারী গ্রামের রুস্তুম আলীর পুত্র আমিনুর রহমান ও নূর মিয়ার পুত্র সুলতান মিয়া ১০ নভেম্বর সন্ধ্যা রাতে একজন নারীকে পৌর শহরের নতুন বাজারস্থ তাদের দোকানে ডেকে এনে শ্লীলতাহানি করেছে। এঘটনায় থানায় মামলা দায়ের করেছেন ওই নারী। মামলা দায়েরের পর দীর্ঘদিন পেরিয়ে গেলে অভিযুক্তদের কাউকেই এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাই তাদেরকে দ্রæত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানান নেতৃবৃন্দ।
ব্যবসায়ী সোহেল মিয়ার সভাপতিত্বে ও আবুল হোসেনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, ব্যবসায়ী আকলুছ উদ্দিন, সংগঠক ইলিয়াস আলী, জয়নাল মিয়া, নাজিম উদ্দিন, গিয়াস উদ্দিন। এসময় বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১০ নভেম্বর রাত ৯টার দিকে বিশ্বনাথ নতুন বাজার টিএনটি রোডস্থ দোকানে সুনামগঞ্জের ধর্মপাশার এক নারীর শ্লীলতাহানীর অভিযোগে ২১ নভেম্বর বিশ্বনাথ থানায় মামলা করেন ওই নারী (মামলা নং -১৭)। মামলায় অভিযুক্তরা হলেন, বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের অলংকারী গ্রামের রুস্তুম আলীর পুত্র আমিনুর রহমান (৩৮) ও নূর মিয়ার পুত্র সুলতান মিয়া (৩৫)।
বিশ্বনাথ-খাজাঞ্চী-কামালবাজার সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
বিশ্বনাথ :: বেহাল দশায় পরিণত হওয়া সিলেটের বিশ্বনাথ উপজেলার জনগুরুত্বপূর্ণ ‘বিশ্বনাথ জিসি-খাজাঞ্চী-কামালবাজার আর.এইচ.ডি সড়ক’ দ্রুত সংস্কারের দাবিতে শনিবার (৪ ডিসেম্বর) বিকেলে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
উপজেলার খাজাঞ্চী স্টেশন বাজারে এলাকাবাসী ও অটো টেম্পু-অটো রিক্সা চালক শ্রমিক জোট-২০৯৭’র ব্যানারে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
অটো টেম্পু-অটো রিক্সা চালক শ্রমিক জোট-২০৯৭’র কামাল বাজার শাখার সভাপতি সুলেমান মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন এলাকার মুরব্বী ও সাবেক মেম্বার সুলতান মিয়া, ব্যবসায়ী নজির উদ্দিন, খোয়াজ মিয়া, ফজলু মিয়া, ডাঃ গিয়াস উদ্দিন সোহাগ ও শ্রমিক নেতা আর্শ্বদ আলী।
এসময় এলাকার মুরব্বী ডাঃ নজির উদ্দিন, মকন মিয়া, ব্যবসায়ী নিজাম উদ্দিন, ইরন মিয়া, আব্দুল কুদ্দুছ, শ্রমিক নেতা সাদেক আলী, মঈন উদ্দিন, সংগঠক রাজু আহমদ ও ছাত্রনেতা এনামুল হক বিজয়সহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক জনসাধারণ উপস্থিত ছিলেন।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, জনগুরুত্বপূর্ণ বিশ্বনাথ-খাজাঞ্চী-কামালবাজার সড়কটি এখন বেহাল দশায় পরিণত হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা দেখেও না দেখার ভান করছেন।
সড়কের বিভিন্ন স্থানে যথাসময়ে সংস্কার কাজ না করায় কার্পেটিং উঠে গিয়ে সড়কে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এ সড়কে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দূর্ঘটনা।
জীবনের ঝুঁকি নিয়ে যানবাহনে চলাচল করছেন যাত্রীরা। বর্তমানে সড়কের বেহাল অবস্থা থাকায় চরম দূর্ভোগ পোহাচ্ছেন এলাকার মানুষ।
তাই দ্রুত গুরুত্বপূর্ণ এই সড়কের সংস্কার কাজ করে জনদূর্ভোগ লাগব করার জন্য সরকারের সংশ্লি¬ষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন বক্তারা।