বৃহস্পতিবার ● ১৭ মার্চ ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে জাতির পিতার ৯৭ তম জম্ম দিবস পালিত
কাউখালীতে জাতির পিতার ৯৭ তম জম্ম দিবস পালিত
কাউখালী প্রতিনিধি :: (১৭ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় রাত ৮.১০মিঃ)রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭ তম জম্ম দিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এক র্যালি ও আলোচনা সভা বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা অফিসার ক্লাবে পালিত হয় ৷
দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন প্রাথমিক,উচ্চ বিদ্যালয়,মাদ্রসার ও স্থানীয় জনসাধারন, প্রশাসনের কর্মকর্তা, কর্মচারীদের অংশ গ্রহনে এক র্যালি কাউখালী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষন করেন ৷ পরে উপজেলা অফিসার ক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয় ৷
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আখতার ৷
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম চৌধুরী (চৌচা মং)৷
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার কমল বরন সাহা, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ ওয়ালী উল্লাহ, জন স্বাাস্থ্য প্রকৌশলী সুব্রত বড়ুয়া ও কাউখালী উপজেলা প্রেস ক্লাব সহসভাপতি মোঃ ওমর ফারুক প্রমুখ ৷
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শ, বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতা বিষয় গুলি উপজীব্য করে শিশুদের চিত্রংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পরে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন ৷
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে কাউখালীতে জাতির জনকের জম্মদিবস পালিত
জাতির পিতার ৯৭ তম জম্ম দিবস ও শিশু দিবস-২০১৬ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে কাউখালী উপজেলার ইসলামিক পাঠাগারে আলোচনা সভা,সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান বৃহস্পতিবারে অনুষ্টিত হয় ৷
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি ইসলামিক ফাউন্ডেশনের সুপার ভাইজার মোঃ নুরুল ইসলাম ৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আখতার ৷
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার কমল বরন সাহা, কাউখালী উপজেলা প্রেস ক্লাব সহ সভাপতি মোঃ ওমর ফারুক, রশিদিয়া তৈয়বীয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ হাসান মাসুদ, উপজেলা সদর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ গোলাম ফারুক, কওমী ওলামা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মোঃ আব্দুর রহিম ও মাওলানা মোঃ আনোয়ার হোসেন ৷
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন।