রবিবার ● ৫ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে ইউনিয়ন পরিষদ সদস্যগনের পরিষদ সম্পর্কিত অবহিতকরণ র্কোস শুরু
ঝালকাঠিতে ইউনিয়ন পরিষদ সদস্যগনের পরিষদ সম্পর্কিত অবহিতকরণ র্কোস শুরু
ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠিতে ইউনিয়ন পরিষদ সদস্যগনের পরিষদ সম্পর্কিত অবহিতকরণ র্কোস শুরু হয়েছে। শনিবার সকাল ১০ টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অবহিতকরণ র্কোস উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ জোহর আলী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান,উপজেলা নির্বাহী অফিসার সাবেকুন নাহার, ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার,মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, ইউপি চেয়ারম্যান মজিবুল হক আকন্দ। প্রথম দিনের র্কোসে ৩টি ইউনিয়নের ৩৬জন ইউপি সদস্য অংশগ্রহন করেছে।
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট ( এনআইএলজি) ঢাকা, ইউনিয়ন পরিষদ সদস্যগনের পরিষদ সম্পর্কিত করনিয় বিষয়ের উপর তিন দিন করে ব্যাচে এ অবহিতকরণ র্কোস উপজেলা প্রশাসন বাস্তবায়ন করবে।
প্রধান অতিথির বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মোঃ জোহর আলী বলেন,নিয়ম মাফিক কাজ করতে পারবেন। জনগন ও দেশ সেবায় আপনাদের সেবার বিষয়ে বুঝতে পারেন। আপনাদের প্রতি অনুরোধ থাকবে যা কিছু করবেন জেনে শুনে ভেবে চিন্তে করবেন। আপনাদের যে দায়িত্ব আছে ইউনিয়ন পরিষদ কি ভাবে চলে কি কাজ করবেন সে বিষয়ে ধারণা নিবেন।
শহীদ শেখ ফজলুল হক মনির ৮৩তম জন্মদিন পালিত
ঝালকাঠি :: ঝালকাঠিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির ৮৩তম জন্মদিন পালিত হয়েছে। জন্মদিন উপলক্ষ্যে জেলা যুবলীগের উদ্যোগে শুক্রবার রাত ১২.১ মিনিটে প্রেসক্লাব হল রুমে কেক কেটে দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকিরের সভাপতিত্বে যুবলীগ নেতা কামাল শরীফ, শহর যুগ্ম যুবলীগ আহবায়ক মো. ছবির হোসেন যুালীগ নেতা খন্দকার প্রিন্স বক্তব্য দেন। পরে শহীদ শেখ ফজলুল হক মনিরসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ নুর উদ্দিন। অনুষ্ঠানে জেলা যুবলীগের নেতৃবৃন্দ অংশগ্রহন করে।