বুধবার ● ৮ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের কনফারেন্স শুরু হচ্ছে ১২ ডিসেম্বর
চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের কনফারেন্স শুরু হচ্ছে ১২ ডিসেম্বর
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর যন্ত্রকৌশল অনুষদের আয়োজনে আগামী ১২, ১৩ ও ১৪ ডিসেম্বর, ২০২১ তিনদিনব্যাপী ষষ্ঠবারের মত যন্ত্রকৌশল ও নবায়নযোগ্য জ্বালানি বিষয়ে “6thInternational Conference on Mechanical Engineering and Renewable Energy (ICMERE2021)” শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের কনফারেন্সে বাংলাদেশ ছাড়াও আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান, ভারত, মালয়েশিয়াসহ বিশ্বের ১০টি দেশ থেকে আগত যন্ত্রকৌশল বিষয়ের অন্তত দুই শতাধিক শিক্ষক, গবেষক, বিজ্ঞানী, প্রফেশনাল এবং উদ্যোক্তাগণ অংশ নেবেন বলে আশা করা যাচ্ছে। কনফারেন্সে যন্ত্রকৌশল বিষয়ের পাশাপাশি বর্তমান বিশ্বের আলোচিত ইস্যু নবায়নযোগ্য জ্বালানি ও টেকসই উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ গবেষণা প্রবন্ধসমূহ উপস্থাপিত হবে। এবারের কনফারেন্সে ১৫টি টেকনিক্যাল সেশনে মোট ১৪৬টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হবে।
আজ ৮ ডিসেম্বর মঙ্গলবার চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের সেমিনার কক্ষে এক ‘মিট দ্যা প্রেস’ এর আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন কনফারেন্স সেক্রেটারি ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মোস্তফা কামাল ভূঞা।
এ সময় উপস্থিত ছিলেন কনফারেন্সের উপদেষ্ঠাম-লীর কো-চেয়ার ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম, কনফারেন্স চেয়ার ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক, টেকনিক্যাল কমিটির চেয়ার ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ, অরগ্যানাইজিং কমিটির সদস্য ও যন্ত্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েম, সহযোগী অধ্যাপক ড. মো. মামুনুর রশিদ ও প্রভাষক মো. আফনান হাসান এবং জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলাম।
চুয়েট স্টাফ এসোসিয়েশনের সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর স্টাফ এসোসিয়েশনের সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ ৮ ডিসেম্বর বুধবার বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। অুনষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক, অফিসার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি প্রকৌশলী সৈয়দ মো. জিল্লুর রহমান। স্টাফ এসোসিয়েশনের সহ-সভাপতি শাহ আলম মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের নবনির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক ও স্টাফ এসোসিয়েশনের সভাপতি মো. জামাল উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে স্টাফ এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পরে আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় মো. জামাল উদ্দিনকে এসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।