শনিবার ● ১১ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ঢাকা » শাসকগোষ্ঠীর দলগুলোর মধ্যে গণতন্ত্র না থাকায় দেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক অধিকার হরন করা সহজ হয়েছে : সাইফুল হক
শাসকগোষ্ঠীর দলগুলোর মধ্যে গণতন্ত্র না থাকায় দেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক অধিকার হরন করা সহজ হয়েছে : সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, দেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা বিকশিত করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র নিশ্চিত করতে হবে। তিনি বলেন , ক্রিয়াশীল অধিকাংশ রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম গণতান্ত্রিক চর্চা না থাকায় রাষ্ট্র - রাজনীতিতে গণতন্ত্র ও গণতান্ত্রিক অধিকার হরন সহজ হয়েছে। শাসকশ্রণীর দলগুলোর মধ্যে ব্যক্তিকেন্দ্রিক একনায়কতন্ত্র কায়েম হওয়ায় রাষ্ট্রে চরম কর্তৃত্ববাদী শাসন কায়েম করা সহজ হয়েছে। তিনি বলেন , আমাদের নেতা নেত্রীরা মুখে গণতন্ত্রের কথা বলতে পছন্দ করলেও নিজেরা তা চর্চা করেন না। ফলে গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ সংক্রান্ত তাদের কথাবার্তা নিছক বুলিসর্বস্বতায় পর্যবসিত হয়।
তিনি বলেন, গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রশ্নে আপোষ করার কোন সুযোগ নেই। তিনি এই প্রশ্নে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সদস্যদেরকে উদাহরণ সৃষ্টি করার আহবান জানান।
”আমরা কি ধরনের পার্টি গড়ে তুলতে চাই’ শীর্ষক আলোচ্য বিষয়ের উপর কথা বলতে যেয়ে তিনি উপরোক্ত আহবান জানান।
পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আবু হাসান টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে বক্তব্য রাখেন সম্মেলনের প্রতিনিধি উমর ফারুক, শাহীন আলম ফাতেমা আকতার পাখী,রাশেদুল ইসলাম, ডাঃ বীরেন বর্মন, ডাঃ মাহবুবুর রহমান, কামরুজ্জামান ফিরোজ, ইফতেখার আহমেদ বাবু , রোকসানা আকতার , খলিলুর রহমান,রাশিদা বেগম, ফিরোজ আহমেদ, রুবেল বিশ্বাস, সাইফুল ইসলাম, ডাঃ মনোয়ার হোসেন, এপোলো জামালী, মোজাম্মেল হোসেন,আনছার আলী দুলাল , আকবর খান, বহ্নিশিখা জামালী প্রমুখ।
সাংগঠনিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ‘পার্টির অর্থ সংক্রান্ত দৃষ্টিভংংগী ” শীর্ষক আলোচনা শুরু হয়েছে।