রবিবার ● ১২ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » নিজস্ব বাগান থেকে কাঠ আহরণ ও বাজারজাত করনে বাধা উঠিয়ে নেয়ার দাবিতে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সন্মেলন করেছে বরকল কাঠ ব্যবসায়ী সমিতি
নিজস্ব বাগান থেকে কাঠ আহরণ ও বাজারজাত করনে বাধা উঠিয়ে নেয়ার দাবিতে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সন্মেলন করেছে বরকল কাঠ ব্যবসায়ী সমিতি
অনুমোদিত জোত ফ্রি পারমিট মূলে নিজস্ব বন বাগান থেকে কাঠ আহরণ, কর্তন ও বাজারজাত করনে বাধা উঠিয়ে নেয়ার দাবিতে গতকাল শনিবার ১১ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে রাঙামাটির বরকল কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি সংবাদ সন্মেলন করেন।
সংবাদ সন্মেলনে বরকল কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি শাহ আলম বন বিভাগের অনুমতি সাপেক্ষে তাদের আহরণকৃত তিন লাখ এক হাজার ৯৮৩ ঘনফুট কাঠ অবমুক্তের জন্য ব্যবসায়ী বান্ধব প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সদয় অনুমতি কামনা করেন।
তিনি বলেন, বন বিভাগের বৈধ অনুমতি থাকা সত্ত্বেও তারা কাঠগুলো বাজারজাত করতে বাধা সৃষ্টি করছে। এ জন্য প্রায় দুই বছর ধরে কাঠগুলো রাঙামাটির বরকল উপজলার ছোট হরিনা বিজিবি ক্যাম্পের সামনে খোলা আকাশের নিচে অরক্ষিত অবস্থায় রেখে কাঠের মান নষ্ট করা হচ্ছে। ফলে কাঠগুলো বাজারজাত করতে না পেরে প্রায় ৪০ থেকে ৫০ হাজার কাঠ ব্যবসায়ী ভাবে ক্ষতিগ্রস্ত এবং কাঠ ব্যবসায়ীরা তাদের পরিবার মানবেতর জীবন যাপন করছে। মানবিক বিবেচনায় যথাযথ কর্তৃপক্ষ ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সদয় হস্তক্ষেপ ও অনুমতি কামনা করছি।
কাঠ ব্যবসায়ীর নেতা শাহ আলম মানবিক বিষয় বিবেচনা করে ক্ষতিগ্রস্ত কাঠ ব্যবসায়ীদের কাঠগুলো অবমুক্তের জন্যে সরকারের নীতি নির্ধারকদের সুদৃষ্টি কামনা করেন।
এসময় আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার চেয়ারম্যান এস এম নজরুল ইসলাম
সম্মেলনে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার চেয়ারম্যান এস এম নজরুল ইসলাম, মহাসচিব দেওয়ান ওমর ফারুক, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আব্দুল জাহিদ জোয়ারদার, বরকল কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডর সাধারন সম্পাদক মো. আব্দুল জলিলসহ প্রমুখ উপস্থিত ছিলেন।