বৃহস্পতিবার ● ১৭ মার্চ ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহের ঝিনুকমালা আবাসনে ওয়াশ কর্মসূচীর প্রশিক্ষন
ঝিনাইদহের ঝিনুকমালা আবাসনে ওয়াশ কর্মসূচীর প্রশিক্ষন
ঝিনাইদহ প্রতিনিধি :: (১৭ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় রাত ১০.৫৭মিঃ) ঝিনাইদহের সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের ঝিনুকমালা আবাসনে ওয়াশ কর্মসূচীর আওতায় প্রশিক্ষন প্রদান করা হয়েছে৷ গতকাল দুপুরে শেল্টার সমাজ কল্যাণ সংস্থার উদ্দোগে এ কর্মসুচী পালিত হয়৷এর মধ্যে রয়েছে কমিটি গঠন,বাড়ির আঙ্গিনা পরিস্কার,ময়লা আর্বজনা যথা স্থানে ফেলা,হাত ধৌত করন ও পায়খানা পরিষ্কার করা ও হাত ধৌত করা৷
ওয়াশ কর্মসূচীর আওতায় ঝিনুকমালা আবাসনের ২০টি পরিবারের মাঝে হারপিক,ব্রাশ ও ঝাড়ু বিতরন করা হয়৷ প্রশিক্ষনের সময় শেল্টার সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক রোমেনা বেগম বলেন, সচেতনার লক্ষে বিভিন্ন রোগ থেকে মুক্ত রাখার লক্ষে সবাইকে পরিষ্কার পরিচ্ছন থাকার কোন বিকল্প নেই৷তাই সবাইকে পরিষ্কার পরিচ্ছন থাকতে হবে৷ সেসময় উপস্থিত ছিলেন শেল্টার সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক রোমেনা বেগম, সমন্বয়কারী পলাশ সাহা,হিসাবরক্ষক সাবেরা বেগম ঝর্ণা,ওয়াস কর্মসূচীর টিম লিডার সবুজ হোসেন,সদস্য পলাশ ,রমজান আলী,আকাশ,সেতু ও অর্পিতা৷