সোমবার ● ১৩ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে অপহরণের পর পিসিজেএসএস নেতাকে হত্যা
বান্দরবানে অপহরণের পর পিসিজেএসএস নেতাকে হত্যা
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবান সদরের কুহালং ইউনিয়নের আমতলী পাড়া এলাকায় পুশৈ থোয়াই মারমা (৩৫) নামে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস-মুল) এর এক নেতাকে অপহরণের পর হত্যা করেছে পাহাড়ের অস্ত্রধারী সন্ত্রাসীরা।
আজ সোমবার ১৩ ডিসেম্বর সকালে বান্দরবান-রাঙামাটি সড়কের আমতলী পাড়া এলাকার মাটির নিচ থেকে তার লাশ উদ্ধার করেন সদর থানা পুলিশ।
সন্ত্রসীদের হাতে নিহত পুশৈ থোয়াই মারমা, পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক জেলা সভাপতি ও আঞ্চলিক রাজনৈতিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) এর বর্তমান সদর উপজেলার সাধারণ সম্পাদক।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, গত রবিবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে পাহাড়ের অস্ত্রধারী একদল সশস্ত্র সন্ত্রাসীরা চেমী ডলু পাড়ায় পুশৈ থোয়াই মারমার বাড়িতে হানাদিয়ে তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে তাকে হত্যা করে আন্তরিক পাড়া এলাকায় তার লাশ মাটিতে পুঁতে রাখেন। এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।
এ ব্যাপারে বান্দরবান সদর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে মাটির নিচে পুঁতে রাখা লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ১৯৯৭ সালের ২’রা ডিসেম্বর সরকারের সাথে শান্তি চুক্তি হলেও আঞ্চলিক রাজনৈতিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) এর মধ্যে দুই ভাগে বিভক্ত হয়ে আধিপত্য বিস্তারের প্রচেষ্টায় দীর্ঘ দুই যোগ ধরে পাহাড়ে খুনাকুনি,পার্বত্য অঞ্চলে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি’,সহ বেপরোয়া চাঁদাবাজিতে লিপ্ত রয়েছে।