মঙ্গলবার ● ১৪ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » খেলা » নানিয়ারচরে এ্যাথ্লেটিক্স ও কাপ্তাই উপজেলায় ব্যাডমিন্টন প্রতিযোগিতা সম্পন্ন
নানিয়ারচরে এ্যাথ্লেটিক্স ও কাপ্তাই উপজেলায় ব্যাডমিন্টন প্রতিযোগিতা সম্পন্ন
ক্রীড়া পরিদপ্তর প্রণীত ২০২১-২০২২ বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় রাঙামাটি জেলা ক্রীড়া অফিসের আয়োজনে স্কুল শিক্ষার্থীদের অংশ গ্রহণে ১৪ ডিসেম্বর নানিয়ারচর উপজেলা সদরে এ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও কাপ্তাই উপজেলা সদরে আন্তঃ ব্যাডমিন্টন প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করা হয়েছ্। নানিয়ারচর আন্তঃ এ্যাথলেটিক্স ক্রীড়া প্রতিযোগিতায় ২৪ টি ইভেন্টের খেলায় জুনিয়র বালক-বালিকা ও সিনিয়র বালক-বালিকা শতাধিক ছাত্র-ছাত্রী প্রতিযোগী অংশ গ্রহণ করে।
প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে ,রাঙামাটি জেলা সাবেক ক্রীড়া অফিসার স্বপন কিশোর চাকমা সভাপতিত্বে নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ী প্রতিযোগীদেরকে পুরস্কার বিতরণ করেন এবং নানিয়াচর উপজেলাতে বিভিন্ন খেলাধূলা অয়োজনের মাধ্যমে ছাত্র-ছাত্রীদেরকে উৎসাহ প্রদান ও ক্রীড়ামোদি করনের জন্য জেলা ক্রীড়া অফিস রাঙামাটিকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। নানিয়ারচর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংগদ চাকমা ও সহকারী শিক্ষকবৃন্দ এসময় বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন। জুনিয়র বালক-বালিকার মধ্যে ৫০ মিটার দৌড়ে সজীব খীসা ও পূজা চাকমা, ১০০ মিটার দৌঁড়ে হিল্লোল চাকমা ও পূজা চাকমা, সিনিয়র বালক-বালিকার মধ্যে ১০০ মিটার দৌঁড়ে রায়হান হোসেন ও প্রজ্ঞা চাকমা, ২০০ মিটার দৌঁড়ে রাকেশ চাকমা ও প্রজ্ঞা চাকমা ১ম স্থান অধিকার করে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ খেলার বিচারকের দায়িত্ব পালন করেন।
ক্রীড়া পরিদপ্তর প্রণীত ২০২১-২০২২ বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় রাঙামাটি জেলা ক্রীড়া অফিসের আয়োজনে স্কুল শিক্ষার্থীদের অংশ গ্রহণে গত ১২ ডিসেম্বর কাপ্তাই উপজেলা সদরে আন্তঃ ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় রাজস্থলী ও কাপ্তাই উপজেলার জুনিয়র বালক-বালিকা ও সিনিয়র বালক-বালিকা একক ও দৈত খেলায় ৬০ জন ছাত্র-ছাত্রী ব্যাডমিন্টন প্রতিযোগী অংশ গ্রহণ করে।
প্রতিযোগিতায় রাঙামাটি জেলা সাবেক ক্রীড়া অফিসার স্বপন কিশোর চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হয়ে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে খেলার শুভ উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুইছাইন চৌধুরী।সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী প্রতিযোগীদেরকে চ্যাম্পিয়ন ও রানার্স-আপসহ ব্যক্তিগত পুরস্কার বিতরণ করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান। ১ম রাউন্ডের খেলা শেষে ২য় রাউন্ডের একক ও দৈত খেলায় রেজাউল করিম সিফাত ও ফয়সাল হোসেন রাজ, তাহসিন ও ওমর ফারুক, মৈত্রি বড়ুয়া ও মিলি দেব,লিলিপ্রু মারমা চ্যাম্পিয়ন এবং ইমাম হোসেন ও জিহাদুর রহমান, ইয়াসিন আরাফাত, ফয়সাল হোসেন রাজ, ইফতিকার বিন নিজাম যথাক্রমে রানার্স-আপ হয়। কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান মো. মাহাবুব হাসান, মো. নুরুল আলম মুন্না, মো. আরমান হোসেন ও মো. জনি মিয়া খেলাগুলো পরিচালনা করেন।