মঙ্গলবার ● ১৪ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন
নবীগঞ্জে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে ১৪ ডিসেম্বর মঙ্গলবার সকালে শহীদ বুদ্ধিজীবি অনুদ্বৈপায়ন ভট্টাচার্য্যের স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনাসভা অনুষ্টিত হয়েছে। নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সহকারী কমিশনার ভুমি উত্তম কুমার দাশ,মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম,নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ডালিম আহমদ,নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল। এতে বক্তব্য রাখেন,উপজেলা কৃষি অফিসার এ,কে এম মাকসুদুল আলম,নবীগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ সফর আলী,ডাঃ আল আসিফ, উপজেলা শিক্ষা অফিসার কাজী সাইফুল ইসলাম,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন,উপ সহকারী প্রকৌশলী মোঃ জাকারিয়া,
প্রধান শিক্ষক সমিতির সভাপতি রাহেলা খানম,সাধারন সম্পাদক বিপুল দেব প্রমুখ। সভায় বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক,রাজনৈতিক সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তাগন বলেন,১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বাংলাদেশের চুড়ান্ত বিজয়ের প্রাক্কালে পাকিস্তান হানাদার বাহিনী বাংলাদেশকে মেধাশুন্য ও তলাবিহিন ঝুড়ি বানাতে পুর্ব পরিকল্পিতভাবে বিভিন্ন সেক্টরের বুদ্ধিজীবিদেরকে হত্যা করেছিল। কিন্তুু দুষ্কৃতিকারীদের সেই টার্গেট পুরন হয়নি। বর্তমান সরকারের দক্ষ পরিচালনায় দেশ আজ উন্নয়নের রােলমডেল। তাই এই ঘাটতি পুরন করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
নবীগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষনা, নির্বাচন ২৯ ডিসেম্বর
নবীগঞ্জ :: নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন-২০২২ ইং এর তফশীল ঘোষনা করেছেন গঠিত নির্বাচন কমিশন। মঙ্গলবার ১৪ ডিসেম্বর বিকালে প্রেসক্লাব কার্যালয়ে তফশীল ঘোষনা করেছেন অনুষ্টানের সভাপতি প্রধান নির্বাচন কমিশনার হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকার সম্পাদক ও সাবেক সভাপতি ফজলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, সহকারী নির্বাচন কমিশনার নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ সরওয়ার শিকদার, অর্থ সম্পাদক মোঃ শওকত আলী। তফশীল অনুযায়ী আগামী ২৯ ডিসেম্বর অনুষ্টিত হবে নির্বাচন। ওই দিন দুপুর ১২-০৩ টা পর্যন্ত একটানা ভোট অনুষ্টিত হইবে। ১৬ ডিসেম্বর ১২-৩টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয় থেকে মনোনয়নপত্র গ্রহন, ১৯ ডিসেম্বর ১১-০২টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, ওই দিনই বেলা ২-৩টা পর্যন্ত বাছাই, ২১ ডিসেম্বর ১২-০২ টা পর্যন্ত প্রত্যাহার করার সময় নির্ধারন করা হয়েছে। এছাড়া সভাপতি পদে ১০ হাজার, সহ সভাপতি পদে ৫ হাজার, সাধারন সম্পাদক পদে ৮ হাজার, যুগ্ম সাধারন সম্পাদক পদে ৪ হাজার, অর্থ সম্পাদক পদে ৩ হাজার এবং কার্যনির্বাহী সদস্য পদের জন্য ১ হাজার ৫ শত টাকা ধার্য্য করা হয়েছে। এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাধারন সম্পাদক সেলিম তালুকদার, সহ-সভাপতি শাহ সুলতান আহমদ, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী শামীম, দৈনিক সময় পত্রিকার সম্পাদক মোঃ আলা উদ্দিন আহমদ, সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, সাইফুল জাহান চৌধুরী, এটিএম সালাম, এমএ আহমদ আজাদ, সাবেক সাধারন সম্পাদক রাকিল হোসেন, আকিকুর রহমান সেলিম, অলিউর রহমান, মুহিবুর রহমান চৌধুরী তছনু, জাকির হোসেন চৌধুরী, তৌহিদুল ইসলাম চৌধুরী, সাদিকুর রহমান, নুরুজ্জামান ফারুকী, মোজাহিদ আলম চৌধুরী, এম এ মুহিত প্রমূখ। সভায় প্রধান নির্বাচন কমিশনার ফজলুর রহমান বলেছেন, ২০২২ইং সনের প্রেসক্লাবের নির্বাচন হবে সকলের নিকট গ্রহন যোগ্য অবাধ, নিরপেক্ষ ও সুষ্ট নির্বাচন। নির্বাচনকে উৎসব মুখোড় পরিবেশে পরিসমাপ্তি করতে তিনি ক্লাবের সকল সদস্যদের সার্বিক সহযোগিতার আহ্বান জানান।