বৃহস্পতিবার ● ১৭ মার্চ ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন
বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন
বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: (১৭ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় রাত ১১.৩৫মিঃ) বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র ১৭তম বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে৷ বৃহস্পতিবার সকালে উপজেলা সদরস্থ রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়৷ এতে প্রধান অতিথি ছিলেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ট্রাস্টের স্থানীয় উপদেষ্ঠা কমিটির সভাপতি মোহাম্মদ মাশহুদুল কবীর৷
ট্রাস্টের স্থানীয় উপদেষ্ঠা কমিটির উদ্যোগে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল-মাদ্রাসার ২১৭ জন শিক্ষার্থীর হাতে বৃত্তির সনদ ও টাকা এবং ৯টি শিৰা প্রতিষ্ঠানকে ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়৷ অনুষ্ঠানে প্রায় ৫ লাখ ১২ হাজার টাকা বৃত্তি ও প্রায় ২০ হাজার টাকার ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়৷
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র ট্রেজারার মিছবাহ উদ্দিন’র সভাপতিত্বে ও ট্রাস্টের স্থানীয় উপদেষ্ঠা কমিটির কো-অর্ডিনেটর নিশি কানত্ম পাল’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ কলেজের অধ্যৰ নেছার আহমদ, ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদক মাফিজ খান, বর্তমান যুগ্ম সম্পাদক মকরম আলী আফরোজ, ট্রাস্টের ট্রাস্টি এম এ খালিক, আবদুল আজিজ নুনু মিয়া, রহমত আলী, মোবারক আলী, তোয়াহিদ আলী, মাসুক মিয়া, চেরাগ আলী, নিজাম উদ্দিন, সামছু মিয়া, রফিক মিয়া, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ জামাল উদ্দিন, ট্রাস্টের সুবিধাভোগীদের পক্ষে বক্তব্য রাখেন জান্নাতুল হামিদা প্রিয়াঙ্কা ৷
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন আল-আমিন খান ও স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের স্থানীয় উপদেষ্ঠা কমিটির সাধারণ সম্পাদক আবদুল বারী৷
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিৰক আবদুল আজিজ, ট্রাস্টের স্থানীয় উপদেষ্ঠা কমিটির সদস্য মাওলানা আবদুর রউফ, উষা রাণী গোস্বামী, আবদুল হক, শিক্ষক নিরেন্দ্র কুমার দাশ, কবির উদ্দিন, সিরাজ আলী, নাসির উদ্দিন, আবদুল কাইয়ুম, আবদুল আহাদ, রত্না রাণী দে, সংগঠক ইমাদ উদ্দিন, বিশ্বনাথ ডাইজেস্টের সম্পাদক রফিকুল ইসলাম জুবায়ের, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজান, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সাবেক কোষাধ্যক্ষ প্রনঞ্জয় বৈদ্য অপু, অসিত রঞ্জন দেব ও সদস্য নূর উদ্দিন প্রমুখ৷