শুক্রবার ● ১৮ মার্চ ২০১৬
প্রথম পাতা » পাবনা » ভাঙ্গুড়ায় বঙ্গবন্ধু’র ৯৭তম জন্ম বার্ষিকী পালন
ভাঙ্গুড়ায় বঙ্গবন্ধু’র ৯৭তম জন্ম বার্ষিকী পালন
ভাঙ্গুড়া প্রতিনিধি :: (১৭ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় রাত ১১.৫০মিঃ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্ম বার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠন দিনভর নানা কর্মসূচী পালন করে৷ বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পণ করে দিনের কর্মসুচী শুরু করেন,এরপর বিকালে উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে একটি র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভা ও কেক কাটা সহ দোয়া মাহফিলের মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর ৯৭ তম জন্মদিন পালন করে৷এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ লোকমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি পাবনা-৩ এলাকার সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মোঃ মকবুল হোসেন এবং বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল আলিম ,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুর রহমান প্রধান, ভাঙ্গুড়া পৌরসভার নবনির্বাচিত মেয়র গোলাম হাসনাইন রাসেল,সিনিয়র সহসভাপতি জাকির হোসেন ছবি,যুগ্ন সাধারণ সম্পাদক রমজান আলী খান,গোলাম হাফিজ রন্জু,রেজাউল করিম রাজা ,সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাইদুল ইসলাম,আসলাম আলী , যুবলীগ নেতা শামীম আহমেদ,মোকলেছুর রহমান সাইদ, ইবনুল হাসান শাকিল, ভাঙ্গুড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হাসান আরিফ ,সাধারন সম্পাদক সাজ্জাদুর রহমান তারেক,সহ সভাপতি গোলাম মোস্তফা,সুমন আহমেদ ,পৌর ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দিন খান সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সুশীল সমাজের সদস্যবৃন্দ ৷ এছাড়া সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্ম বার্ষিকী উপলক্ষে ছাত্র-শিক্ষক,সাংবাদিক ও সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে ভাঙ্গুড়া হাজী জামাল উদ্দিন অনার্স কলেজ থেকে একটি বর্নাঢ্য শোভা যাত্রা বের হয়৷ শোভাযাত্রা উপজেলা সদর প্রদক্ষিণ শেষে পরিষদ প্রাঙ্গণে শেষ হয়৷ এর আগে কলেজে অধ্যক্ষ মোঃ শহিদুজ্জামান ও উপাধ্যক্ষ মাহমুদা খাতুন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পণ করেন৷ উপজেলা পরিষদে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ বীর মুক্তিযোদ্ধা এম.হোসেন আলী অডিটোরিয়ামে ইউএনও মোঃ শামছুল আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক জাফর ইকবাল হিরোক,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহজাহান আলী,উপজেলা শিক্ষা অফিসার আলহাজ মোঃ ওসমান গনি ও কৃষি অফিসার নুরুল ইসলাম প্রমুখ৷