শুক্রবার ● ১৮ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » এমপি আনোয়ারুল আজীম আনারকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে এলাকা ছাড়ার নির্দেশ
এমপি আনোয়ারুল আজীম আনারকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে এলাকা ছাড়ার নির্দেশ
ঝিনাইদহ প্রতিনিধি :: (১৭ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় রাত ১১.৫৮মিঃ) আসন্ন ঝিনাইদহের কালিগঞ্জ পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠায় ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনারকে এলাকা ছাড়তে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)৷ একই সঙ্গে ঝিনাইদহের পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে যেন, এমপি কোনোভাবেই আচরণবিধি লঙ্ঘন করতে না পারেন, সে ব্যবস্থা নিতে৷ ইসি’র উপ-সচিব সামসুল আলম সংবাদমাধ্যমকে জানান, ক্ষমতাসীন দলের এই এমপির বিরুদ্ধে এলাকায় অবস্থান করে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগ ওঠায় এই নির্দেশানা দিয়েছে কমিশন৷ আগামী ২০ মার্চ দেশের ১০টি পৌরসভায় ভোট গ্রহণ শুরু করবে ইসি৷ এর মধ্যে ঝিনাইদহের কালিগঞ্জ পৌরসভা রয়েছে৷ উলেস্নখ্য সরকারী দলের প্রভাব খাটিয়ে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনার ভোটারদের মারধর, ভয়ভীতি প্রদর্শন ও পুলিশ প্রশাসনকে ব্যবহার করছেন বলে অভিযোগ করেন সেখানকার স্বতন্ত্র প্রার্থী মাসুদুর রহমান মন্টু৷ এ নিয়ে এক স্বতন্ত্র প্রার্থীর কাছ থেকে লিখিত অভিযোগসহ বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হলে ইসি এই নির্দেশ দেন৷ এ বিষয়ে ঝিনাইদহের জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, আমরা নির্বাচন কমিশনের এই ম্যাসেজটি সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে জানিয়েছি৷ এ ছাড়া ইসির এই নির্দশনা বাসত্মবায়নের জন্য ঝিনাইদহের পুলিশ সুপারকে বলা হয়েছে৷ এরপরও এমপি এলাকা না ছাড়লে বা আচরণ বিধি ভেঙ্গে প্রচার প্রচারণা চালালে ইসি বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করবে বলে তিনি জানান৷ এদিকে কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মাসুদুর রহমান মন্টু অভিযোগ করেন, ইসির এলাকা ছাড়ার নির্দেশনার পরও এমপি আনোয়ারুল আজীম আনার বৃহস্পতিবার সকালে মহিলা সমিতি নিয়ে স্থানীয় একটি অডিটোরিয়ামে মিটিং করেছেন৷ এ ছাড়া বিকালে কালীগঞ্জের আড়পাড়া ও নিশ্চিন্তপুরে নির্বাচনী সভায় বক্তব্য রাখবেন বলে গোপন সুত্রে তিনি জানতে পেরেছেন৷