শুক্রবার ● ১৭ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » জাতীয় » অপার সম্ভাবনার দেশে ফ্যাসিবাদের উত্থান ঘটানো হয়েছে : জাতীয় স্মৃতিসৌধে সাইফুল হক
অপার সম্ভাবনার দেশে ফ্যাসিবাদের উত্থান ঘটানো হয়েছে : জাতীয় স্মৃতিসৌধে সাইফুল হক
মহান বিজয় দিবসে আজ সকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর নেতা কর্মীদের শপথ গ্রহণকালে পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেন, মুক্তিযুদ্ধে জনগণের বিজয়কে শাসকগোষ্ঠী ছিনিয়ে নিয়েছে।, ‘৭১ এ অকুতোভয় জনগণের বিজয়কে শাসকেরা পরাজয়ে পরিনত করেছে। আদর্শ আর নীতিহীন ক্ষমতার লোভে মানুষের ভোটের অধিকারসহ গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে এক দমনমূলক ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করা হয়েছে। ৭১ এর মত জনগণকে আবার ঐক্যবদ্ধ করে মুক্তি যুদ্ধের সাম্যভিত্তিক গণতান্ত্রিক ও মানবিক সমাজ প্রতিষ্ঠার দিশায় আবার দেশকে নিয়ে যেতে হবে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক,পার্টির কেন্দ্রীয় নেতা আকবর খান,এপোলো জামালী, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, স্নিগ্ধা সুলতানা ইভা, কামরুজ্জামান ফিরোজ, অরবিন্দু বেপারি বিন্দু, ডাঃ মনোয়ার হোসেন, মহানগর কমিটির নেতা মোজাম্মেল হক,আবুল কালাম,সাইফুল ইসলাম, মো. সালাউদ্দিন প্রমুখ পুষ্পস্তবক অর্পণ করেন।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা জেলা শিল্পাঞ্চল কমিটি,বিপ্লবী পাদুকা শ্রমিক সংহতি,বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতি ও বিপ্লবী গারমেন্টস শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকেও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
শ্রদ্ধা নিবেদনের পর তিনি মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়নে পার্টির নেতা কর্মীদেরকে শপথ বাক্য পাঠ করানোর
আগে পার্টির নেতা কর্মীদেরউদ্দেশ্যে তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের স্বপ্ন আকাঙ্ক্ষা বাস্তবায়নে দেশের জনগণকে আর একটি মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে।তিনি বলেন, দেশের সরকার ও শাসকশ্রেণীর ব্যর্থতার জন্য স্বাধীনতার স্বপ্ন চেতনা বেহাত হয়েছে। তিনি বলেন, সরকার ও শাসকশ্রেণীর স্বেচ্ছাচারীতার উপর আমরা দেশকে ছেডে দিতে পারিনা।
তিনি মুক্তিযুদ্ধের বিজয়ের চেতনায় গনজাগরণের আহবান জানান।