রবিবার ● ১৯ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » পাহাড়ে সরকারের উন্নয়নকে এগিয়ে নিতে প্রজন্মের প্রকৌশলীদের দায়িত্ব অনেক বেশি
পাহাড়ে সরকারের উন্নয়নকে এগিয়ে নিতে প্রজন্মের প্রকৌশলীদের দায়িত্ব অনেক বেশি
খাগড়াছড়ি প্রতিনিধি :: ‘হিল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (এইচইএবি)’র প্রথম বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সম্মাননা শুক্রবার খাগড়াছড়ির আলুটিলাস্থ খ্রা স্রাং রেস্টুরেন্ট-এ অনুষ্ঠিত হয়েছে। ‘এইচইএবি’ হলো সারা বাংলাদেশে সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত তিন পার্বত্য জেলার নবীন-প্রবীন প্রকৌশলীদের সংগঠন বলে জানিয়েছেন, অনুষ্ঠানের উদ্যোক্তারা।
এতে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা-প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনা’র নেতৃত্বে পার্বত্য তিন জেলায় অভূতপূর্ব উন্নয়ন সাধিত হচ্ছে। রাঙামাটিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ স্থাপনের পাশাপাশি খাগড়াছড়িতেও ‘এম. এ. হান্নান ইঞ্জিনিয়ারিং কলেজ স্খাপনের কাজ দ্রুত এগিয়ে চলছে। পাহাড়ে সরকারের উন্নয়নকে এগিয়ে নিতে প্রজন্মের প্রকৌশলীদের দায়িত্ব অনেক বেশি। কারণ সরকার পাহাড়ের নতুন প্রজন্মকে জ্ঞান-বিজ্ঞানে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করছে।
সড়ক ও জনপথ বিভাগ-চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী এবং ‘এইচইএবি’র প্রথম বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সম্মাননা উদযাপন কমিটি’র আহ্বায়ক পিন্টু চাকমা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী, কারিগরি শিক্ষা বোর্ড’র সাবেক পরিচালক চিত্ত রঞ্জন চাকমা, এলজিইডি’র সাবেক তত্বাবধায়ক প্রকৌশলী ক্য হ্লা খই, পিডিবি’র সাবেক তত্বাবধায়ক প্রকৌশলী দীপক খীসা এবং ‘এইচইএবি’র নির্বাচন পরিচালনা কমিটির কমিশনার ও ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট’র অধ্যক্ষ প্রকৌশলী প্রদীপ্ত খীসা।