সোমবার ● ২০ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » খেলা » রাঙামাটিতে স্কুল শিক্ষার্থীদের আন্তঃ উপজেলা ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন
রাঙামাটিতে স্কুল শিক্ষার্থীদের আন্তঃ উপজেলা ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন
ক্রীড়া পরিদপ্তর প্রণীত ২০২১-২০২২ বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় রাঙামাটি জেলা ক্রীড়া অফিসের আয়োজনে স্কুল শিক্ষার্থীদের অংশ গ্রহণে রাঙামাটি মারী স্টেডিয়ামে গত ১৮ ডিসেম্বর আন্তঃ উপজেলা ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতায় বিলাইছড়ি,রবকল ও জুরাছড়ি ০৩ টি ভলিবল প্রতিযোগী দল অংশ গ্রহণ করে। টসে জিতে ১ম রাউন্ডের খেলা বিলাইছড়ি উপজেলা বনাম জুরাছড়ি উপজেলা ভলিবল দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।
জুরাছড়ি উপজেলা ভলিবল দল বনাম বিলাইছড়ি উপজেলা ভলিবল দলকে ২৫ - ১৫ সেটে হারিয়ে বিজয়ী হয়। ২য় রাউন্ড খেলায় জুরাছড়ি উপজেলা বনাম বরকল উপজেলার মধ্যে ২৫-২৫ সেটে খেলা ড্র হয়।
বিরতির পর জুরাছড়ি উপজেলা বনাম বরকল উপজেলা দলকে ২৫-১৫ সেটে হারিয়ে দলীয় চ্যাম্পিয়ন ও জুরাছড়ি উপজেলা কাবাডি দল রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে।
উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে সাবেক জেলা ক্রীড়া অফিসার, স্বপন কিশোর চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হয়ে উপস্থিত থেকে বিজয়ী প্রতিযোগীদেরকে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ ট্রপিসহ খেলোয়াড়দের-কে জার্সিসেট ও ব্যক্তিগত পুরস্কার বিতরণ করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য, মিসেস্ ঝর্ণা খীসা। রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ এ সময় বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন। ভলিবল প্রশিক্ষক কৃতিরাজ খীসা (ঝিনুক) রেফারী ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকবৃন্দ স্কোরার ও আম্পায়ারের দায়িত্ব পালন করেন।