সোমবার ● ২০ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » নোয়াখালীতে খাল খননে বাঁধার প্রতিবাদে মানববন্ধন
নোয়াখালীতে খাল খননে বাঁধার প্রতিবাদে মানববন্ধন
নোয়াখালী প্রতিনিধি :: নোয়াখালীর কবিরহাট উপজেলার ৩নং ধানসিঁড়ি ইউনিয়নের নোয়াখালী খাল সংযুক্ত নলুয়া চিরিঙ্গা সরকারি খাল খননে প্রভাবশালীদের বাঁধার প্রতিবাদে মানববন্ধন হয়েছে।
ওবিবার বিকলে ৩ টায় ধানসিঁড়ি ইউনিয়নের নলুয়া গ্রামে এ মানববন্ধন করে এলাকাবাসি ও সচেতন মহল।
এসময় বক্তব্য রাখেন, (সাবেক চেয়ারম্যান) নুরুল আলম ভুঁইয়া পারভেজ, ফয়েজ আহাম্মদ, আবদুল খালেক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, প্রকল্পেরে নাম নলুয়া খাল, সংযোগ নোয়াখালী খালটি খনন করে নোয়াখালী কবিরহাট উপজেলার ৩নং ধানসিঁড়ি ইউনিয়ন, নলুয়া গ্রাম ২নং ওয়ার্ড, শাহজাহানের দোকান সংলগ্ন আসলে কিছু প্রভাবশালী ব্যক্তি খাল খননে বাঁধা দেয়, এতে করে জনসাধারণ ক্ষোভে ফুঁসে উঠেছে, এই এলাকায় পানি নিষ্কাষনের কারনে প্রতি বছর শত শত হেক্টও জমির ফসল নষ্ট হচ্ছে। কৃষকগণ তাদের ফসল ফলাতে পারেনা, সারা বছর পানির নিচে থাকে এ খালটি খনন হলে জমি গুলো চাষাবাদে আগের যৌবন ফিওে পাবে, কৃষকরা লাভবান হবে এবং এলাকার অসহায় মানুষ গুলো জমি চাষ করে জীবিকা নির্বাহ করতে পারবে। মানববন্ধনে এলাকার হাজার হাজার নারী পুরুষ অংশ গ্রহণ করে।
মানববন্ধনে বক্তারা খালটি খনন কাজ সম্পন্ন করার জন্য জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।