সোমবার ● ২০ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » খুলনা বিভাগ » শৈলকুপায় আ.লীগের ১২ বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিস্কার
শৈলকুপায় আ.লীগের ১২ বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিস্কার
ঝিনাইদহ :: ঝিনাইদহের শৈলকুপা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ১২ চেয়ারম্যান প্রার্থীকে দল থেকে বহিস্কার করেছে উপজেলা আওয়ামী লীগ। সোমবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জরুরী সভায় তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়। দল থেকে বহিস্কৃতরা হলেন, ১নং ত্রিবেনী ইউনয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রেজাউল করিম খান, ২নং মির্জাপুর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী শহিদুল ইসলাম টুলু, ৩নং দিগনগর ইউনিয়নের মুক্তারুজ্জামান মুক্ত, ৫নং কাচেরকোল ইউনিয়নের আমিরুল ইসলাম বাবলু জোয়ার্দ্দার, ৬নং সারুটিয়া ইউনিয়নের জুলফিকার কায়সার টিপু, ১১ নং আবাইপুর ইউনিয়নের হেলাল উদ্দিন, আমজাদ হোসেন মোল্যা ও হাবিবুর রহমান, ১৩নং উমেদপুর ইউনিয়নের আবদুল্লাহ শেখ, ১৪নং দুধস ইউনিয়নের টিএ রাজু ও বি এম শফি এবং ১৫নং ফুলহরী ইউনিয়নের আওলাদ হোসেন।
হরিণাকুন্ডুতে অবৈধ আলমসাধু ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত
ঝিনাইদহ :: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মাছবোঝাই ইঞ্জিনচালিত আলমসাধু ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আছিয়া খাতুন (৩) নামে তিন বছরের এক শিশু নিহত হয়েছে। সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে ঝিনাইদহ-হরিণাকুন্ডু সড়কের শহরতলির মান্দারতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত ওই শিশুর মা মুসলিমা খাতুনসহ আরও ৭ জন আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হরিণাকুন্ডু থানার ওসি আবদুর রহিম মোল্লা জানান, দুর্ঘটনা কবলিত আলমসাধুটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দেওয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির যুগ্ন আহ্বায়ক সরোয়ার জাহান বাদশা জানান, আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত অমান্য করে ৯টি ইউনিয়ন নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হওয়ায় ইউনিয়ন পর্যায়ের ১২ নেতাকর্মীকে দল থেকে সাময়িক বহিস্কার ও দলীয় পদ পদবী থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। উল্লেখ্য আগামী ৫ জানুয়ারী শৈলকুপার ১৪টি ইউনিয়নের মধ্যে ১২টি ইউনিয়নের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৩টি ইউনিয়নে আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে কোন প্রার্থী না থাকায় তাদের বিনা প্রতিদ্বন্দীতায় বিজয়ী ঘোষনা করা হয়েছে।
কোটচাঁদপুরে র্যাব-৬’র অভিযানে ফেন্সিডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
ঝিনাইদহ :: ঝিনাইদহ কোটচাঁদপুর র্যাবের অভিযানে ৫১০ বোতর ফেন্সিডিল ও ১০ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীদের আটক করেছে র্যাব-৬। সোমবার সকালে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, পবোহাটি গ্রামের দিলিপ বিশ্বাসের ছেলে রাজন বিশ্বাস (২৮), হাটগোপালপুর গ্রামের মনির হোসেনের ছেলে আকরাম হোসেন (২৪) উভয় থানা ঝিনাইদহ সদর। মৃত জমশেদ শেখের ছেলে মুনছুর আলী (৫৫), মুনছুর আলীর ছেলে রমজান আলী (২৬) উভয় গ্রাম সুলতানপুর থানা-দর্শনা,জেলা- চুয়াডাঙ্গা ঝিনাইদহ র্যাব-৬ এর একটি দল কোটচাঁদপুর থানাধীন বেনেপাড়া এলাকায় কতিপয় ব্যক্তিরা মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। সংবাদ পেয়ে সেখানে অভিজান চালিয়ে তাদের সেখান থেকে মাদক সহ তাদের ৪ জন কে আটক করে। এ সময় ৫১০ বোতল ফেন্সিডিল ও ১০ কেজি গাঁজা ১৪ টি সিমকার্ড ৮ টি মোবাইলসহ নগত ২ হাজার ৫ শত ৭০ টাকা উদ্ধার করা হয়।